Durga puja outside India

লন্ডন শারদ উৎসব! এই প্রথম বার এক মস্ত ঘটনা ঘটতে চলেছে ওখানে

লন্ডন শারদ উৎসব! এই প্রথম বার চন্দননগরের শিল্পীদের দিয়ে আলোর কাজ করাচ্ছে লন্ডন পুজো কমিটির কোনও সংগঠন, এমনটাই দাবি সংগঠকদের।

Advertisement

অমিত রায়

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৩ ১৪:০১
Share:

এ বার পনেরোতম বছরে পড়ল লন্ডন শারদীয়া উৎসব। অনেকগুলি গুরুত্বপূর্ণ সংযোজনের সঙ্গে একটি দর্শনীয় ঘটনা হয়ে উঠবে এ বারের পুজোর মূল আকর্ষণ, এমনই দাবি করছে সংগঠকরা।

Advertisement

এই প্রথম বার পশ্চিমবঙ্গের চন্দননগরের শিল্পীদের দিয়ে লন্ডন পুজো কমিটির কোনও সংগঠন আলোর কাজ করাচ্ছে তাদের পুজোয়। শিল্পীরা পুজোর বিশাল প্রবেশদ্বারটি সাজাবেন তাঁদের স্বকীয় দক্ষতায়।

ব্যাপারটি যে বিস্ময়কর হয়ে উঠবে, এ নিয়ে সংশয় নেই। কেননা, চন্দননগরের আলোকশিল্পীদের সুনাম পৃথিবীব্যাপি।

Advertisement

এ বছরে এই পুজোর সামগ্রিক থিম হল, ‘দ্য সোল অফ বেঙ্গল ইজ দ্য হার্ট অফ লন্ডন।’ অর্থাৎ, বাংলার আত্মা লন্ডনের হৃদয়! সংগঠনের পক্ষে সুরঞ্জন সোম বললেন, ‘‘এই প্রথম কোনও পুজো উদ্যোক্তারা চন্দননগর শিল্পী এনে লন্ডনের পুজোয় কাজ করাচ্ছে।’’

একই সঙ্গে এটি বাংলার গর্ব এবং লন্ডনবাসী বাঙালিদেরও গর্ব!

আত্মা বোধহয় হৃদয়ে বাস করে এ ভাবেই!

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement