দেবী দুর্গা রূপে দেখা ফের দেখা গেল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এই নিয়ে টানা ছয় বছর মহিষাসুরমর্দিনীতে অভিনয় করলেন রাজ চক্রবর্তীর ঘরনি।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীকে দেবী দুর্গার অন্যতম রূপ কাত্যায়নী রূপে দেখা গেল। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের জন্য বিখ্যাত এই নায়িকা।
অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে দেখা গেল অর্ণ দেবী রূপে। জগদ্ধাত্রী সিরিয়ালের জন্য বিখ্যাত এই নায়িকা।
অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে দেখা গেল দেবী দুর্গারই এক রূপে। ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের জন্য বিখ্যাত এই নায়িকা কালরাত্রির ভূমিকায় অভিনয় করলেন।
অভিনেত্রী স্বীকৃতি মজুমদার ‘আলোর কোলে’ ধারাবাহিকের জন্য বিখ্যাত। এ বছর তাঁকেও দেখা গেল দুর্গার একটি রূপ হিসেবে।
ছোটপর্দা জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়ও এ বারের মহালয়ার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।
দেবী দুর্গা স্কন্দমাতার রূপে মহালয়ার অনুষ্ঠানে দেখা গেল এই অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। ‘কোন গোপনে মন ছুঁয়েছে’ ধারাবাহিকের জন্য বিখ্যাত এই অভিনেত্রী।
দেবী চন্দ্রঘটা রূপে দেখা গেল মোহনা মাইতিকে। ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের জন্য জনপ্রিয় তিনি।
দেবী কুষ্মাণ্ডা রূপে মহালয়ার অনুষ্ঠানে দেখা গেল এই অভিনেত্রীকে।
অভিনেত্রী সোমু সরকারকে দেখা যাবে মা লক্ষ্মীরূপে।
জনপ্রিয় ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি’র নায়িকা ডোনা ভৌমিককে দেখা যাবে সিদ্ধিদাত্রী রূপে
দেবী সরস্বতী রূপে অবতীর্ণ হলেন ঋতু পাইন। ‘মালাবদল’ ধারাবাহিকের জন্য বিখ্যাত এই অভিনেত্রী।
এ ছাড়াও রয়েছে খুদে শিল্পী ঋষিতা নন্দী।