Automobile

ভারতে গাড়ির নতুন দিগন্ত খুলে দিচ্ছে নিশান ম্যাগনাইট কনসেপ্ট

নিশান ম্যাগনাইট ডিজাইনটি জাপানে পরিকল্পনা করা হলেও ভারতীয় ক্রেতাদের কথা মাথায় রেখেই তা কার্যকর করা হয়েছে।

Advertisement

জয়দীপ সুর

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২০ ১২:১৭
Share:

সংস্থার নতুন গাড়ি বাজারে আসার আগেই তার চেহারা সম্পর্কে ধারণা দিল নিশান ইন্ডিয়া। প্রস্তুতকারকদের তরফে জানানো হয়েছে যে, ডিজাইনটি জাপানে পরিকল্পনা করা হলেও ভারতীয় ক্রেতাদের কথা মাথায় রেখেই তা কার্যকর করা হয়েছে।

Advertisement

নিশান ম্যাগনাইট কনসেপ্টে এসইউভি বা স্পোর্টস ইউটিলিটি ভেহিকলের প্রযুক্তিগত প্রয়োজনীয়তার নিরিখে উন্নত ও অত্যাধুনিক ব্যবস্থার প্রয়োগ থাকছে। অন্য দিকে, গাড়িটির ভিতর ও বাইরের ক্ষেত্রেও থাকছে চোখ ধাঁধানো কিছু নতুনত্ব, যা ক্রেতাদের চমকে দেবেই।

কনসেপ্ট প্রকাশ করে তার দু’টি ধাপ বলেছেন প্রস্তুতকারকেরা। একটি হল ম্যাগনাইট, যা নির্দিষ্ট করবে ডিজাইন আর প্রোডাক্টের দিকটি। অন্য দিকে ইগনাইট সূচনা করবে এক নতুন যুগের- যা ভারতে প্রথম নিশান-ই নিয়ে আসছে।

Advertisement

আরও পড়ুন: ভক্তদের কল্পনার বাস্তবরূপ নতুন স্প্লেন্ডার প্লাস ব্ল্যাক অ্যান্ড অ্যাক্সেন্ট এডিশন

নিশান বি এসইউভি কনসেপ্ট শুধু ভারতের ক্রেতাদের নয়, মন জয় করবে অন্য বিদেশেও- আশাবাদী প্রস্তুতকারকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement