বাজেট কম! অথচ পুজোয় ঘোরার জন্য যোগ্য দু’চাকার সঙ্গী খুঁজছেন? রইল এমন কয়েকটি বাইকের হদিস, যেগুলির দাম ৪০ হাজার টাকার মধ্যে।
বাজাজ প্ল্যাটিনা ১০০ ৯০ কিমি প্রতি লিটার মাইলেজের পাশাপাশি ২০০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ৪-স্পিড গিয়ার বক্স এবং ইলেকট্রিক স্টার্টার রয়েছে এই বাইকে। লো মেন্টেনেন্সের এই বাইক দৈনন্দিন ব্যবহারের উপযুক্ত।
হিরো এইচ এফ ডিলাক্স মাইলেজ ৭৩ কিমি প্রতি লিটার। ১৩০মিমি রিয়ার ড্রাম ব্রেক, নতুন গ্রাফিক্স, ইলেকট্রিক স্টার্টার রয়েছে। ইঞ্জিনে ৪-স্পিড গিয়ার বক্স রয়েছে মাল্টি প্লেট ওয়েট ক্লাচ সিস্টেমের সঙ্গে।
বাজাজ সিটি ১১০: সামনের চাকায় ১৩০ মিমি এবং পিছনের চাকায় ১১০ মিমি ড্রাম ব্রেক যুক্ত এই বাইকের মাইলেজ ৯০ কিমি প্রতি লিটার। ১১৬ কেজি ওজনের বাইকে ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ১০.৫ লিটার।
টিভিএস এক্সএল কমফোর্ট: মাইলেজ ৬১ কিমি প্রতি লিটার। মাত্র ৮০ কেজি ওজনের এই বাইকটির দেখভাল করাও খুব সহজ। মালপত্র রাখার জন্য বেশ খানিকটা জায়গাও রয়েছে এই বাইকে।
বাজাজ সিটি ১০০: ১১০ মিলিমিটার ড্রাম ব্রেক যুক্ত এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ১০ লিটার। মাইলেজ ৬১ কিমি প্রতি লিটার। ১১১ কেজি ওজনের এই বাইকের ইঞ্জিনও বেশ শক্তিশালী।
টিভিএস এক্সএল হেভি ডিউটি: এই গিয়ারলেস বাইকটির মাইলেজ ৬০ কিমি প্রতি লিটার। সামনে এবং পিছনের চাকায় ১১০ মিলিমিটার ড্রাম ব্রেক রয়েছে। দামেও কম, স্টাইলেও দারুন!
বাইকগুলির দাম যেমন সাধ্যের মধ্যে, তেমনই ব্যবহারেও সুবিধা রয়েছে অনেকখানি। তাই দেরি না করে পৌঁছে যান নিকটবর্তী শোরুমে। পছন্দ মতো বাইক, তা-ও বাজেটের মধ্যেই আপনার হাতের নাগালে!