Durga Puja 2022

পুজোর সব খবর নিয়ে হাজির আনন্দ উৎসব

পুজোর সব খবর জানতে নজর রাখুন এবিপি ডিজিটালের আনন্দ উৎসবের পাতায়।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ১৮:০৮
Share:

আনন্দ উৎসব ২০২২

শহর জুড়ে পুজোর মরসুম। রাজপথ জুড়ে আলোর ঝলকানি থেকে লাল-নীল-হলুদ পোশাকে কালো মাথার ভিড়। মাতৃবন্দনায় মেতে উঠেছে গোটা শহর। বছরের এই সময়েই তো বাঙালি মেতে ওঠে নিজের মেজাজে।

উৎসবের এই মহাক্ষণে কোথায় ঘুরতে যাবেন? কী খাবেন? কোথায় ঠাকুর দেখতে যাবেন? কী ভাবে সাজবেন? কোন মুঠোফোনে সেলফি ভাল হবে? বেড়াতে গেলে কী কী করবেন? উৎসবের দিনে ঘর সাজাবেন কী ভাবে? ঠাকুরকে কী ভোগ দিয়ে সন্তুষ্ট করবেন? এই সব কিছুর হদিশ আছে প্যান্টালুনস প্রেসেন্টস আনন্দ উৎসবে কো পাওয়ার্ড বাই ক্যাডবেরি ও কেএফসি। আমাদের অন্যান্য সহযোগিরা আনন্দ পাবলিশার্স, এবিপি ওয়েডিংস, কুচিনা, গ্রেট ইস্টার্ন এবং তানিশক। এ ছাড়াও রয়েছে শহর কলকাতার সেরা রেস্তরাঁর ঠিকানা থেকে আপাদমস্তক সাজসজ্জার গল্প, কলকাতার পুজোর সমস্ত আপডেট। রয়েছে বনেদি বাড়ি থেকে সেরা বারোয়ারি পুজোর খোঁজ, তারকাদের হাঁড়ির গল্প ইত্যাদি। সব মিলিয়ে আনন্দ উৎসব হয়ে উঠেছে বাঙালির পুজোনামচার একমাত্র ঠিকানা।

পুজোর সব খবর জানতে নজর রাখুন এবিপি ডিজিটালের আনন্দ উৎসবের পাতায়।

আনন্দ উৎসব ২০ৃ২২ — বাঙালির বড় পার্বণের দর্পণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন