Home decor

শেল্‌ফের শোভায় সাজুক ঘর, জায়গা বাঁচান বুদ্ধি করে!

শেল‌্ফ সাজানোর সময়ে মনে একটা ত্রিভুজ কল্পনা করে নেবেন। সেই মতো নানা শোপিস, ফুলদানি, মূর্তি ইত্যাদি সাজিয়ে রাখবেন। আকারে ছোট জিনিসগুলি সামনে রাখবেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৭
Share:

জায়গা বাঁচাতে এখন ঘরের দেওয়ালেই তৈরি করা হচ্ছে ‘হ্যাঙ্গিং শেল্ফি’।

মহানগরী জুড়ে এখন বহুতলের আধিক্য। ছোট ফ্ল্যাটে জায়গার বড়ই অভাব। সকলেই চান, তারই মধ্যে নিজের স্বপ্নের নীড়টি সুন্দর করে সাজিয়ে তুলতে। ঘরের সাজসজ্জায় শেল‌্ফ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আপনার ফ্ল্যাটেও নিশ্চয় ছোট-বড় হরেক মাপের শেল‌্ফ আছে? এগুলো বানানোর সময় ভেবেছিলেন, দারুণ সাজিয়ে রাখবেন। তবে এখন সেটির সাজ আর মোটেই পছন্দ হচ্ছে না! মাঝেমধ্যে ঘরের অন্দরসজ্জার ভোলবদল করুন। সে ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললেই নতুন ভাবে সেজে উঠবে আপনার ঘর।

Advertisement

জায়গা বাঁচাতে এখন ঘরের দেওয়ালেই তৈরি করা হচ্ছে ‘হ্যাঙ্গিং শেল‌্ফ’। তবে শুধু জায়গা বাচালেই হল না, সেই শেল‌্ফটিকে সুন্দর করে সাজিয়ে তুললে তবেই খুলবে ঘরের সাজ। শেল‌্ফ সাজানোর সময়ে মনে একটা ত্রিভুজ কল্পনা করে নেবেন। সেই মতো নানা শোপিস, ফুলদানি, মূর্তি ইত্যাদি সাজিয়ে রাখবেন। আকারে ছোট জিনিসগুলি সামনে রাখবেন। আর লম্বা জিনিসগুলি রাখুন পিছন দিকটায়। এতে জিনিসগুলির উচ্চতায় তারতম্য থাকার কারণে সাজে বৈচিত্র আসবে। এ ছাড়াও ছবির ফ্রেম, সুন্দর আয়না, টেব্‌ল ল্যাম্প ইত্যাদি শেলফের সাজে আনতে পারে বাহার।

বুকশেল‌্ফ কেবল বই ভর্তি করে রেখে দেবেন না। বইয়ের পাশে রাখুন মিনিয়েচার ক্যাকটাস, ছোট শো-পিস, ঘড়ি কিংবা ক্রিস্টাল আইটেম। বইও থাকবে ছক ভেঙে। আড়াআড়ি এবং লম্বালম্বি ভাবে। বুক শেল্‌ফের মাঝে রাখতে পারেন একটা ছবির ফ্রেমও।

Advertisement

আরও পড়ুন: প্লাস্টিকের পাত্রেই ফলান সব্জি! রইল কিছু সহজ উপায়

শেল‌্ফে রাখুন বিভিন্ন রঙের সমাহার

একই ধরনের জিনিস দিয়ে শেল‌্ফ ভরিয়ে তুলবেন না। কাঠের জিনিসের পাশে থাকতেই পারে রঙিন সফ্ট টয়, পোড়া মাটির পুতুলের পাশে সাজিয়ে রাখুন উজ্জ্বল কোনও শো-পিস, ছবির ফ্রেম। এ ভাবেই নানা রঙের খেলায় সাজিয়ে তুলুন ঘরের ‘বোরিং’ শেল‌্ফটি। বিভিন্ন রঙের সমাহারে শেল‌্ফটি অনেক বেশি প্রাণবন্ত দেখাবে।

আরও পড়ুন: ছাদেই নিশ্চিন্তে আম-কলা নারকেল গাছ! সম্ভব যদি এ ভাবে ভাবেন

শেল‌্‌ফের পিছনে লম্বালম্বি কোনও স্পেস থাকলে, তাকে ব্যবহার করতেই পারেন। আয়না বা কোনও সুন্দর ছবি রাখতে পারেন সেই স্পেসে। অযথা জিনিস দিয়ে শেল‌্ফটি ভরিয়ে রাখবেন না। সাদামাটা, ছিমছাম রাখলেই দেখতে ভাল লাগে।

এ ক’টা জিনিস মাথায় রেখে আপন মনের শৌখিনতা মিশিয়ে সাজিয়ে ফেলুন শেল‌্ফ বা ক্যাবিনেট। তবে নিয়মিত তা পরিষ্কার করতে ভুলবেন না। ‘ব্রিদিং স্পেস’ অবশ্যই রাখবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement