ফেব্রুয়ারি প্রেমের মাস। কলকাতার নাগরিকরাও প্রেম দিবস পালন করেন উৎসাহ নিয়েই। তা ছাড়া বাঙালির জীবনে বসন্তকে প্রেমের ঋতু বলেই মনে করেছেন তাবড় শিল্পী-সাহিত্যিকরা। ফাল্গুন মাস কড়া নাড়ছে, ফলে বসন্ত তো এসেই গিয়েছে, এ হেন সময়ে প্রিয় মানুষটির সঙ্গে একান্তে কিছু মুহূর্ত কাটাতে সাধ হয় বই কি! কলকাতা শহরেই রয়েছে এমন অনেক নিভৃত জায়গা, যেখানে একটু অন্য রকম ভাবে উদ্যাপন করতে পারবেন প্রেমের মাস।
হর্টিকালচারাল সোসাইটি অব ইন্ডিয়া
১৮২০ সালে কলকাতার আলিপুর রোডে উইলিয়াম কেরি প্রতিষ্ঠা করেন এগ্রি -হর্টিকালচারাল সোসাইটি অব ইন্ডিয়া। এটিতে একটি ফুলের বাগান, গ্রিনহাউস, একটি গবেষণা পরীক্ষাগার এবং একটি গ্রন্থাগার রয়েছে। গাছপালা এবং ফুলের বিশাল সংগ্রহের মাঝখানে একটি বিশেষ দিন আপনি সঙ্গীর সঙ্গে কাটিয়ে আসতেই পারেন। আপনি যদি উদ্ভিদপ্রেমী হন তবে এই মুহূর্ত আরও স্মরণীয় হয়ে থাকবে। কারণ এখানে বিভিন্ন বিরল প্রজাতির উদ্ভিদের উল্লেখযোগ্য সংগ্রহ রয়েছে। এই উদ্যান ঘুরে দেখতে দেখতে এর বিশেষ ঐতিহ্য স্মরণে রাখা উচিত। বিশেষ মানুষের সঙ্গে কাটানোর জন্য এটি সত্যিই এক ব্যতিক্রমী জায়গা।