কলকাতা শহরের ইতিহাস তিন শতাব্দীরও বেশি প্রাচীন। এই মহানগরীতে প্রতি দিন আনাগোনা করেন হাজার হাজার মানুষ। কেউ কাজের সূত্রে, কেউ পড়াশোনার প্রয়োজনে, কেউ হয়তো বাসা বাঁধতে, কেউ আবার আসেন নতুন এক শহরকে চেনার তাগিদে। এই শহরের আনাচেকানাচে ছড়িয়ে আছে এমন অনেক জায়গাই যেখানে পা দিলে সারা জীবনের জন্য সেই অভিজ্ঞতা স্মরণীয় হয়ে রয়ে যাবে। ইতিহাস, আনন্দ, বৈচিত্র, এই সবই মিলেমিশে থেকে যাবে এমন সব অভিজ্ঞতায়।
ফুলের বাজার যেন চোখ এড়িয়ে না যায়
প্রচুর রং, সুগন্ধ, ফুলের পাপড়ি এবং মানুষ আপনার জন্য অপেক্ষা করছে কলকাতার ফুলপট্টিতে। কলকাতার এই বিশাল ফুলের বাজার পরিদর্শন করার সেরা সময় সূর্যোদয়ের ঠিক পরে। এই সময় ফুলগুলি সবচেয়ে তাজা হয়। সুতরাং, আপনি অপূর্ব সুন্দর সব রং এবং এই শহরের সেরা কিছু ফুল দেখতে পাবেন! এই অঞ্চল থেকে ফুল এই শহরের এবং শহরতলির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় রোজই।