বাঙালি মনেপ্রাণে শৌখিন এক জাতি। খাদ্যাভ্যাসে বা পোশাক-পরিচ্ছদের ইতিহাসেই যে শুধু তা টের পাওয়া যায়, এ কথা পুরোপুরি সত্যি নয়। পুরনো সময়ের বহু জিনিস এখনও আমাদের এই কথা বুঝিয়ে দিতে পারে। পুরনো সময়ের জিনিস অর্থাৎ অ্যান্টিক। যদিও এমন অনেক কিছুই সময়ের সঙ্গে সঙ্গে এখন বিলুপ্ত। কিন্তু তার মধ্যেও কলকাতা শহরের অকশন হাউসে আপনি পেতে পারেন ঐতিহ্যবাহী বিবিধ অ্যান্টিক। এই সব জিনিস আপনার অন্দরমহলকে দিতে পারে ব্যতিক্রমী চেহারা। এক সময় কলকাতা এবং তার আশেপাশের জমিদার পরিবারের কাছে থাকা ঔপনিবেশিক বাংলার অনেক স্মৃতিচিহ্নও অকশন হাউসের আনাচেকানাচে ছড়িয়ে আছেন। এ সব জিনিসের সঠিক কদর জানেন যাঁরা, তাঁরা মাঝেমধ্যেই হানা দেন এখানে। পার্ক স্ট্রিট বা রাসেল স্ট্রিটে রয়েছে এমন সব অ্যান্টিক জিনিসের নিলামঘর।
ব্রাউনি ক্যামেরা
পুরনো ফিল্ম ক্যামেরার দিনগুলি শেষ হয়ে যাচ্ছে। সকলে হাইটেক বা ডিএসএলআর-এর ভক্ত এখন। পরিবর্তনের মধ্যে টিকে থাকা একমাত্র ক্যামেরা হল পোলারয়েড। তবে আপনি যদি রেট্রো ফিল্ম ফটোগ্রাফিতে আগ্রহী হন বা সুন্দর পুরনো ক্যামেরার মডেলগুলি দিয়ে কেবল আপনার বাড়ি সাজাতে চান, তবে তিন থেকে চার হাজার টাকার মধ্যেই পেয়ে যেতে পারেন কয়েক দশক আগে ব্যবহৃত হওয়া চমৎকার ক্যামেরার কিছু মডেল।