কলকাতা শহরে খাদ্যরসিকদের বাস। বাঙালি খেতে এবং খাওয়াতে দুইই ভালবাসে। এবং রান্না-খাওয়ার সঙ্গে বাসনের সম্পর্ক যে অবিচ্ছেদ্য। ষ্টিলের, কাঁসার, তামার, কাঠের, সেরামিক বা চিনামাটির- এই বিভিন্ন ধরনের বাসনই কলকাতায় মিলবে অল্প ব্যয়েই। ফলে নিজের পরিবারের জন্য রান্নাবান্না হোক কিংবা অভ্যাগতদের আপ্যায়ন — আপনাকে হন্যে হয়ে নামী সংস্থার দামি বাসনপত্র কিনতে হবে না একেবারেই। বরং তার বদলে কলকাতা শহরের রাস্তাঘাটে একটু নজর রাখলেই পাবেন মুশকিল আসান।
১। রাসবিহারী অ্যাভিনিউয়ে ফুটপাথ ধরে হাঁটলে কাঠের জিনিসপত্র বিক্রির স্টলে আপনি পাবেন পছন্দসই কাঠের বাসনপত্র। অল্প দামেই এখানে বিভিন্ন কাঠের বাসন কিনতে অনেক জায়গা থেকেই নিয়মিত আসেন বিভিন্ন মানুষ। দোকানের বিক্রেতাও বেশ সময় নিয়ে ক্রেতাদের বাসনপত্র দেখিয়ে দেন। বিভিন্ন প্রয়োজনে কাঠের বাসন ইদানীং কলকাতার মানুষের প্রয়োজন হয়। এইখানে সেই প্রয়োজন মিটে যেতে পারে।