অন্দরসজ্জা মানেই তা খরচ সাপেক্ষ, এই ধারণা কিন্তু একেবারেই ঠিক নয়। কম খরচে খুব সহজেই পালটে ফেলতে পারেন নিজের ঘরের চেহারা। কিছু আসবাবের জায়গা বদলে কিংবা নিজের হাতের তৈরি কোনও জিনিস দিয়ে সাজিয়ে কাটিয়ে নিন গ্রের একঘেয়েমি রূপ। কী ভাবে করবেন? রইল কিছু সহজ উপায়।
ওয়ালপেপার: অন্দরসজ্জার ক্ষেত্রে বেশ খরচ সাপেক্ষ একটি বিষয় হল ঘরের রং। কিন্তু দীর্ঘ দিন ধরে দেওয়ালে একই রং দেখতেও আমাদের ভাল লাগে না। তাই রঙের বিকল্প হিসাবে বেছে নিতে পারেন ওয়ালপেপার। বাজারে কম দামে রকমারি ওয়ালপেপার পাওয়া যায়। নিজের পছন্দ মতো ওয়ালপেপার নিয়ে এসে ঘরের দেওয়ালে লাগিয়ে নিন।
ফটোফ্রেম: ঘরের একটা দেওয়াল জুড়ে লাগিয়ে ফেলতে পারেন ছোট বড় নানা আকারের ফটোফ্রেম। এতে ঘরের চেহারা যেমন বদলাবে তেমনই চোখের সামনে আপনার প্রিয় স্মৃতিগুলো সব সময়ের জন্য ধরা থাকবে। ফটোফ্রেম আপনি বাজার থেকেও কিনে আনতে পারেন আবার ডিআইওয়াই ভিডিও দেখে নিজের হাতেও বানিয়ে ফেলতে পারেন।