আমাদের দেশে শীতকালে মরসুমি ফুল ফোটে অনেক। আর কলকাতার মতো আবহাওয়ায় গোলাপ, গাঁদা, চাঁপা, পেটুনিয়া, ডালিয়া, লিলি এমনকি অর্কিডও শীতকালে ফোটে প্রচুর, থাকেও ভাল। গাছের পরিচর্যা যাঁরা করতে পারেন এই সময় তাঁদের আনন্দ হয়ে ওঠে সীমাহীন। কারণ ফুলের সঙ্গে সঙ্গে ফলের গাছ এবং নানা ধরনের ইনডোর আউটডোর প্ল্যান্টও এই সময়ে খুঁজে পাওয়া কঠিন নয়। তবে কলকাতাবাসীর ব্যস্ত জীবনযাত্রার ফলে এ রকম গাছ সবাই খোঁজেন যার পরিচর্যা করতে দিনের অনেকটা সময় ব্যয় হয়ে যাওয়ার আশঙ্কা নেই। এই মুশকিল আসান করতে পারে কলকাতার কিছু বিখ্যাত নার্সারি। সময় নিয়ে এক দিন একটু আপনার কাছাকাছির কোনও নার্সারিতে গিয়ে সহজেই বেছে নিতে পারেন পছন্দসই গাছ। তা ছাড়া অনেক সময় এই নার্সারিগুলি বিক্রি করার জন্য বিভিন্ন গাছপালা রাখা ছাড়াও আপনার লনের যত্ন, রক্ষণাবেক্ষণ ইত্যাদি পরিষেবাও দেয়।
গালিফ স্ট্রিটের নার্সারি
উত্তর কলকাতার অন্যতম বড় গাছপালার বাজার এটি। যদিও শুধুমাত্র রবিবারই বাজার খোলা থাকে তবে এখানে আপনি খুব কম দামে প্রায় সব ধরনের গাছ পেয়ে যেতে পারেন। দর কষাকষি করে সেরা গাছটি নেওয়ার জন্য সকাল-সকাল গেলেই ভাল। এখানে অনেক ধরনের ফুল গাছ, প্রায় সব রকম ইনডোর-আউটডোর প্ল্যান্ট, মাটি, জৈব সার, গাছের চারা, বীজ, সুলভ মূল্যে কীটনাশক ইত্যাদি পাওয়া যায়।