ঘরের কোণ থেকে কর্নার টেবিল, দেওয়ালে, ফ্রিজের গায়ে বা দরজায় এক চিলতে সবুজ দেখলে যেমন চোখের আরাম হয়, আবার মনও তরতাজা থাকে। ছোট টবে বা প্ল্যান্টারে নানা ধরনের গাছের সমাহার এখন বাড়িতে বাড়িতে। ইন্ডোর প্ল্যান্টস শুধুমাত্র জনপ্রিয়ই নয়, অন্দরসজ্জার এক অনুষঙ্গও বটে। ছোট ছোট গাছের যেমন চাহিদা আবার তাদের সুন্দর করে সাজিয়ে রাখতে নানা ধরনের প্ল্যান্টারও বেশ জনপ্রিয়। একই মাটির টবের বদলে প্লাস্টিক, সেরামিক, দড়ি, কাঠ, টেরাকোটা ও আরও নানা ধরনের উপাদান দিয়ে তৈরি প্ল্যান্টার এক লহমায় পুরো ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়। টাঙানো, ঘরের দেওয়ালে লাগানোর, ঝোলানো প্ল্যান্টার নানা রঙের ও আকারে মেলে। লিভিং ওয়াল প্ল্যান্টার, হাইড্রোপনিক বুকশেলফ প্লান্টার, এগ প্লান্টার, সিলিকন প্ল্যান্টার কয়েকটি জনপ্রিয় ধরন। এ ছাড়া নিজেরাও যে কোনও বাক্স, ডিমের খোলা বা অন্য কিছু দিয়ে প্ল্যান্টার বানিয়ে নিতেই পারেন। প্ল্যান্টার বানানোর প্রচুর ডিআইওয়াই ভিডিও পাবেন ইউটিউবে। প্ল্যান্টার তো হল, এখন ভাবতে হবে, কোন কোন ধরনের গাছ বাড়ির অন্দরের জন্য পারফেক্ট।
গাছেই হোক বাঙালি বাড়ির অন্দরসজ্জা, উপহারেও থাক সবুজের ছোঁয়া
ইন্ডোর প্ল্যান্টস শুধুমাত্র জনপ্রিয়ই নয়, অন্দরসজ্জার এক অনুষঙ্গও বটে।
ইন্ডোর প্ল্যান্ট
• যদি বড় কোনও গাছ লাগাতে চান তবে মানিট্রি, রাবার প্ল্যান্ট, ম্যাডাগাস্কার ড্রাগনের মতো গাছ লাগাতে পারেন।
• জায়গা যখন ছোট তখন পোলকা ডট প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট লাগাতে পারেন।
• বাতাস শোধক উদ্ভিদ, যাকে এয়ার পিউরিফায়িং প্ল্যান্ট বলে, যেমন পিস লিলি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট, মানি প্ল্যান্টও লাগাতে পারেন।
• ইন্ডোর প্ল্যান্টের মধ্যে ডাবল লেয়ার ব্যাম্বু, ছোট মানি প্ল্যান্ট, অ্যাসপ্যারাগাস, ছোট অ্যালো ভেরা গাছ বেশ জনপ্রিয়।
• সাকিউলেন্টেসের চাহিদাএখন সব থেকে বেশি। নানা ধরনের, যেমন স্নেক প্ল্যান্ট, লেস হ্যালো, স্টোনক্রপ, জেড প্ল্যান্ট বেশ জনপ্রিয় সাকিউলেন্ট। এদের সব থেকে বড় সুবিধা, রোজ জল দিতে হয় না। পোকা মাকড়ের উপদ্রবও কম হয়।
ইন্ডোর প্ল্যান্ট লাগানোর সময় খেয়াল রাখুন––
• ঘরের মধ্যে রাখবেন না জানালাতে গাছ রাখবেন, সেটা নিশ্চিত করুন।
• কতক্ষণ আলো পাবে গাছগুলো, সেদিকে খেয়াল রেখে গাছ বসান।
• আলোর তেজ কতটা, সেটাও খেয়াল রাখতে হবে।
• নিজে যত্ন নিতে পারবেন কিনা, সে ব্যাপারে নিশ্চিত হন।
• গাছে কত বার জল দিতে হবে, সেদিকে নজর রাখুন।
অন্যান্য সমস্ত কিছুর মতোই শুধু নার্সারি থেকে চারা বা বীজ কিনে নয়, গোটা গাছ কিনতে পারবেন অনলাইনে। কিছু কিছু জায়গায় প্ল্যান্টার সমেতও কিনতে পারবেন। শুধু নিজের জন্য নয়, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনকে বিশেষ কোনও অনুষ্ঠানে বা অনুষ্ঠান ছাড়াও উপহার দিতে পারবেন। ইকো ফ্রেন্ডলিও হবে সেটা। আবার একটু অন্য ধরনের উপহারও হবে। ‘গ্রিন গিফট’ উপহার দিন প্রিয়জনকে। বিভিন্ন ধরনের গাছ কিনতে পারবেন এই সাইটগুলো থেকে। অ্যারোমাটিক, জলজ গাছ, ক্যাকটাস, বনসাই, ফার্ন, আউটডোর বা ইন্ডোর প্ল্যান্টস, ল্যান্ডস্কেপ প্ল্যান্টস সবই মিলবে। এমনকি নানা গাছের বীজও পেয়ে যাবেন। শুধু তাই নয়, গাছের জন্য যাবতীয় যা কিছু সে প্ল্যান্টার হোক, সার হোক বা পেস্টিসাইড, সব কিছুই পেয়ে যাবেন। এমনই কিছু সাইট হল, উগাউ ডট কম(ugaoo.com), প্ল্যান্টসগুরু (plantsguru.com), মাইবাগিচা (myBageecha.com), ফ্লাওয়ারঅওরা (floweraura.com) ও অন্যান্য।