কলকাতা শহরে এই মাত্র কয়েক দশক আগেও আলো বলতে ভরসা ছিল দিনে সূর্যালোক আর রাতে হ্যারিকেন কিংবা মোমের আলো। রাস্তার মোড়ে মোড়ে গ্যাসের আলো জ্বালাতে নিয়মিত আনাগোনা করতেন কিছু মানুষ। অথচ অল্প সময়েই বিদ্যুতের আলো এর পর সারা কলকাতা শহরকে উজ্জ্বল করে তোলে। আর এখন এই শহরের মানুষ শুধু ঘর আলোকিত করার জন্য, জরুরি কাজ করতে বা অন্ধকার দূর করতে আলো জ্বালায় না। আলো দিয়ে নিজের বাসস্থানের চেহারাও বদলে ফেলার চেষ্টা করে। বিশেষজ্ঞরাও বলেছেন, বিশেষ বিশেষ ধরনের আলো ঘরে থাকলে সেই ঘরের মানুষের মনও ভাল থাকে। আর কলকাতা শহরের নানা জায়গায় অন্দরসাজের জন্য বিভিন্ন মূল্যের আলো, ঝাড়বাতি, বাল্ব, টুনি লাইট কিনতে পাওয়া যায়।
চাঁদনি মার্কেট
নিউ মার্কেটের খুবই কাছে চাঁদনি মার্কেটের ভিতর বৈদ্যুতিন সরঞ্জাম খুব অল্প মূল্যেই পাওয়া যায়। ঘর সাজানোর জন্য কম খরচে বিভিন্ন নকশার আলো কিনতে এখানে আসতেই হবে। বিশেষ করে দীপাবলি বা অন্যান্য উৎসব অনুষ্ঠানের সময়ে হরেক রকম আলো কেনার জন্য এই অঞ্চলে তিল ধারণের জায়গা থাকে না। চাঁদনি মার্কেটে আপনি পাবেন অনেক রকম ডিজাইনের টুনি লাইটও।