বাঙালিরা মেলা ভালোবাসে। তা সে রথের মেলা হোক বা বইমেলা, এই ধরনের জনসমাগমে কিছু দিন ধরে যে উৎসবের মেজাজ তৈরি হয়, তা কলকাতার মানুষজন চুটিয়ে উপভোগ করে। অতিমারির থাবা এই আনন্দের সিংহ ভাগ কেড়ে নিলেও নানা রকম প্রয়োজনে এখন কবে কোন মেলা বসছে, তা আমরা নিয়মিত খেয়াল রাখি। বিশেষ করে ঘর সাজাতে যাঁরা ভীষন ভালবাসেন, কলকাতার বিভিন্ন প্রান্তের এই সব মেলা তাঁদের কাছে তীর্থস্থান। কারণ এই সব মেলায় পছন্দ মাফিক হরেক জিনিস মেলে, যা হতে পারে অন্দরসজ্জার জন্য বিশেষ দরকারি।
হস্তশিল্প মেলা
সদ্য কিছু দিন আগেই শেষ হওয়া হস্তশিল্প মেলার বয়স খুব বেশি না হলেও বেশ কয়েক বছরেই সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। কারণ রাজ্য সরকারের উদ্যোগে এই মেলায় কুটির শিল্পজীবী মানুষজন বিশেষ প্রাধান্য পায়। আর কলকাতার রুচিশীল শৌখিন যাঁরা, তাঁরা এই মেলা থেকে ছোট-বড় হরেক রকমের জিনিস নিজের নিজের বাড়ি সাজানোর জন্য নিয়ে যান প্রতি বছর। আসবাব থেকে ছোটখাটো টুকিটাকি, অন্দরসজ্জার জন্য এই মেলায় আপনি পাবেন মনের মতো অনেক জিনিসই।