Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২২ ডিসেম্বর ২০২৪ ই-পেপার

Second hand markets of Kolkata: খরচ বাঁচাতে পুরনো জিনিসপত্র কিনতে চান? কলকাতার সঠিক বাজারগুলি চিনে নিন

পুরনো বই, পুরনো আসবাব, পুরনো বৈদ্যুতিন যন্ত্র— এ সবেরই সম্ভার রয়েছে কলকাতার বুকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৮

যাবতীয় বৈদ্যুতিন জিনিসপত্র খিদিরপুর মার্কেটে পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড।

পড়াশোনা করতে এ শহরে আসা? কিংবা সদ্য চাকরি পেয়ে ভাড়াবাড়িতে রয়েছেন? তা হলে সংসারের নানা প্রয়োজনীয় জিনিস কেনার প্রয়োজন পড়া স্বাভাবিক। তবে খুব বেশি টাকা খরচ করার পরিস্থিতি সব সময়ে থাকে না। তাই পুরনো বা সেকেন্ড হ্যান্ড জিনিস কেনার পথে হাঁটেন অনেকেই। অনেকে বুঝতে পারেন না, কোথা থেকে কিনবেন পুরনো জিনিস। এখন অবশ্য ফেসবুক কিংবা আরও কিছু ওয়েবসাইটের মাধ্যমে পুরনো জিনিস কেনা-বেচা করা সহজেই সম্ভব। তবে এ শহরে থাকলে শুধু ইন্টারনেটে ভরসা রাখার তেমন প্রয়োজন নেই। কারণ কলকাতায় একাধিক বাজারে আপনি পেয়ে যাবেন পুরনো জিনিস। জেনে নিন সেই বাজারগুলির সন্ধান।

খিদিরপুর মার্কেট
পুরনো আইফোন, পুরনো স্মার্ট ওয়াচ, ডিএসএলআর ক্যামেরা, গো প্রো, দামি সংস্থার হাতঘ়়ড়ি, যাবতীয় বৈদ্যুতিন জিনিসপত্র আপনি এই মার্কেটে পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড। তবে কেনার সময়ে সতর্ক থাকুন। আসল-নকলের ফারাক না করতে পারলে এখানে ঠকে যাওয়ার সম্ভাবনা প্রচুর।

মল্লিকবাজার
অনেক দিন ধরে বাইক চালানোর শখ, কিন্তু নতুন বাইক কেনার মতো বড় খরচ এখনই করতে চাইছেন না? তা হলে সেকেন্ড হ্যান্ড মোটরবাইক কেনাই ভাল। কলকাতা শহরে পুরনো মোটরবাইকের বিপুল সম্ভার আপনি পেয়ে যাবেন মল্লিকবাজারে। একটু খুঁজলে হয়তো একদম পছন্দসই মডেলটাই পেয়ে যাবেন।

Advertisement
পার্ক স্ট্রিটের নিলাম ঘরগুলি এ শহরের ইতিহাস ধরে রেখেছে।

পার্ক স্ট্রিটের নিলাম ঘরগুলি এ শহরের ইতিহাস ধরে রেখেছে।


ধর্মতলা মার্কেট
ঘড়ি, বেল্ট, চামড়ার অন্যান্য জিনিস, বিছানার যাবতীয় সামগ্রী, ফোন, ঘড়ি এমনকি জামাকাপড় আপনি পেয়ে যাবেন ধর্মতলার বিভিন্ন দোকানে। এসপ্ল্যানে়ড মার্কেট ছাড়াও চাঁদনীর দিকে যেতে আপনি প্রচুর বৈদ্যুতিন জিনিসের দোকান পাবেন যেখানে কম দামে সেকেন্ড হ্যান্ড কেনা যাবে। ভারতীয় জাদুঘরের সামনে যদি হেঁটে চলে যান তা হলে প্রচুর পুরনো জামাকাপড় খুবই কম দামে পেয়ে যাবেন। ২০-৩০-৫০ টাকা থেকেও শুরু হয় পোশাকের দাম! মধ্যবিত্ত বাঙালি এই পোশাকগুলিকে ‘মরা সাহেবের জামা’ বলেই ব্যাখ্যা করে থাকেন। তবে সেই দ্বিধা যদি কাটিয়ে উঠতে পারেন, তা হলে দিব্যি কমে দামে আপনার কেনাকাটা সারা হয়ে যাবে।

ঘড়ি, বেল্ট, চামড়ার অন্যান্য জিনিস, বিছানার যাবতীয় সামগ্রী, ফোন, ঘড়ি এমনকি জামাকাপড় আপনি পেয়ে যাবেন ধর্মতলার বিভিন্ন দোকানে

ঘড়ি, বেল্ট, চামড়ার অন্যান্য জিনিস, বিছানার যাবতীয় সামগ্রী, ফোন, ঘড়ি এমনকি জামাকাপড় আপনি পেয়ে যাবেন ধর্মতলার বিভিন্ন দোকানে


কলেজ স্ট্রিট
এশিয়ার সবচেয়ে বড় বইয়ের বাজার কলেজ স্ট্রিটে। এখানে যে সারি সারি দোকানে বিভিন্ন পাঠ্যবই পুরনো পেয়ে যাবেন, তার খোঁজ রাখে বহু প়ড়ুয়াই। কিন্তু একটু ঘাঁটলে যে, যে কোনও বিষয়ের নানা রকম দেশ-বিদেশের বই এখানে আপনি সেকেন্ড হ্যান্ড পেতে পারেন, সে কথা অনেকেরই অজানা। কলকাতায় পুরনো বই অবশ্য আপনি কিলো দরে বাইপাসের ধারেও পেয়ে যাবেন। আর পাবেন গোলপার্কের রাস্তায়।
নিলাম ঘর
রাসেল স্ট্রিট বা পার্ক স্ট্রিটের নিলাম ঘরগুলি এ শহরের ইতিহাস ধরে রেখেছে। বহু পুরনো বাসন, গ্রামোফোন, ঘর সাজানোর জিনিস থেকে শতাব্দী পুরনো আসবাব— খুঁজলে এখানে পেয়ে যাবেন নানা রকম খনি। দর হেঁকে কিনতে হবে সপ্তাহের নির্দিষ্ট দিনে। হাজরা মোড় থেকে আলিপুর কোর্টের দিকে যেতে গোপালনগর স্টপেও রাস্তার ধারে লাইন দিয়ে দেখতে পাবেন বহু পুরনো আসবাবের দোকান। বালিগঞ্জ ফাঁড়ি থেকে পিকনিক গার্ডেনের দিকে যেতেও আপনি একাধিক পুরনো আসবাবের দোকান পাবেন।

Advertisement