পড়াশোনা করতে এ শহরে আসা? কিংবা সদ্য চাকরি পেয়ে ভাড়াবাড়িতে রয়েছেন? তা হলে সংসারের নানা প্রয়োজনীয় জিনিস কেনার প্রয়োজন পড়া স্বাভাবিক। তবে খুব বেশি টাকা খরচ করার পরিস্থিতি সব সময়ে থাকে না। তাই পুরনো বা সেকেন্ড হ্যান্ড জিনিস কেনার পথে হাঁটেন অনেকেই। অনেকে বুঝতে পারেন না, কোথা থেকে কিনবেন পুরনো জিনিস। এখন অবশ্য ফেসবুক কিংবা আরও কিছু ওয়েবসাইটের মাধ্যমে পুরনো জিনিস কেনা-বেচা করা সহজেই সম্ভব। তবে এ শহরে থাকলে শুধু ইন্টারনেটে ভরসা রাখার তেমন প্রয়োজন নেই। কারণ কলকাতায় একাধিক বাজারে আপনি পেয়ে যাবেন পুরনো জিনিস। জেনে নিন সেই বাজারগুলির সন্ধান।
খিদিরপুর মার্কেট
পুরনো আইফোন, পুরনো স্মার্ট ওয়াচ, ডিএসএলআর ক্যামেরা, গো প্রো, দামি সংস্থার হাতঘ়়ড়ি, যাবতীয় বৈদ্যুতিন জিনিসপত্র আপনি এই মার্কেটে পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড। তবে কেনার সময়ে সতর্ক থাকুন। আসল-নকলের ফারাক না করতে পারলে এখানে ঠকে যাওয়ার সম্ভাবনা প্রচুর।
মল্লিকবাজার
অনেক দিন ধরে বাইক চালানোর শখ, কিন্তু নতুন বাইক কেনার মতো বড় খরচ এখনই করতে চাইছেন না? তা হলে সেকেন্ড হ্যান্ড মোটরবাইক কেনাই ভাল। কলকাতা শহরে পুরনো মোটরবাইকের বিপুল সম্ভার আপনি পেয়ে যাবেন মল্লিকবাজারে। একটু খুঁজলে হয়তো একদম পছন্দসই মডেলটাই পেয়ে যাবেন।