শীত বলছে, কলকাতা থেকে যাই যাই। আসতে চলেছে বসন্ত। এই মরসুম বদলে যেমন আবহাওয়ার বদল ঘটে তেমনই বদল আনতে হয় আমাদের ত্বকের পরিচর্যায়। বসন্ত আসার সঙ্গে সঙ্গে ত্বকে শুরু হয় নানা ধরনের সমস্যা। বাতাসে থাকা ধুলো বালির কারণে হতে পারে অ্যালার্জি, র্যাশ কিংবা চুলকানি। তাই ত্বককে সুরক্ষিত রাখতে নিয়মিত তার যত্ন নিতে হবে।
বসন্তের সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য ময়শ্চারাইজার ব্যবহার করুন। বাড়ির বাইরে বেরনোর সময় যে কোনও ধরনের ত্বকের ক্ষেত্রেই সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
১) তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে নিয়মিত মধুর সঙ্গে ডিমের সাদা অংশ কিংবা পাতিলেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সব ধরনের ত্বকেই আর্দ্রতা ধরে রাখতে অ্যালো ভেরা জেলের জুড়ি মেলা ভার। তবে অ্যালো ভেরায় অ্যালার্জির সমস্যা থাকলে এড়িয়ে যান।