কোমল উজ্জ্বল ত্বক পেতে কে না চায়? তার জন্য প্রয়োজন নিয়মিত ত্বকের পরিচর্যা। সময়ের অভাবে হোক কিংবা খরচের ভয়ে অনেকেই স্যাঁলোতে গিয়ে ত্বক পরিচর্যা করাতে পারেন না। আবার অনেকেই ভাবেন রাসায়নিক উপাদান যুক্ত জিনিস ত্বকে ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে। ফলে তাঁদের ত্বকের সঠিক যত্ন নেওয়া আর হয়ে ওঠে না। দীর্ঘ দিন যত্ন না নেওয়ার ফলে ত্বক তার উজ্জ্বলতা এবং কোমল ভাব হারিয়ে ফেলে। কিন্তু চিন্তা নেই। বাড়িতে থেকে একটি ফল দিয়েই আপনি নিতে পারেন ত্বকের যত্ন। সেই ফলটি হল পেঁপে।
পেঁপে খাওয়া যেমন স্বাস্থ্যের পক্ষে ভাল তেমনই পেঁপে দিয়ে ঘরোয়া উপায়ে নানা রকম ফেস প্যাক বানিয়ে ত্বকের পরিচর্যা করতে পারেন। পেঁপেতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা শুষ্ক ম্লান ত্বককে উজ্জ্বল করে তোলে। এ ছাড়া পেঁপেতে যে সকল এনজাইম থাকে তার প্রভাবে মুখে থাকা দাগ ছোপ দূর হয়ে যায়। কী ভাবে বানাবেন পেঁপের ফেস প্যাক? রইল উপায়