ছুটির দিনে ভোরবেলা সপরিবারে বেরিয়ে পড়েছেন? তা হলে লং ড্রাইভের পাশাপাশি জলখাবারের পরিকল্পনা তো থাকবেই। শহরে কোথায় কোন ধরনের জলখাবার পাবেন, এক নজরে জেনে নিন।
চাইনিজ জলখাবার
সাতসকালে বেরিয়ে পড়লে টেরিটি বাজার আপনার খিদে মেটানোর জায়গা হতেই পারে। কলকাতার পুরনো চায়না টাউন হিসেবে পরিচিত টেরিটি বাজার হল অভিবাসী চীনা সম্প্রদায়ের আবাসস্থল এবং কলকাতার সাংস্কৃতিক ইতিহাসের একটি অপরিবর্তনীয় অংশ। প্রাতরাশের বাজার, যা সকাল ৬টায় খোলে, সেখানে আপনি পাবেন স্টিম্ড মোমো, চিকেন মোমো, ফিশ মোমো, পর্ক মোমো, চিকেন তাই পাও, শুমাই, সসেজ, প্রন ওয়েফার, হট স্যুপ নুডুলস, স্টিম্ড বাওজি বান, চিকেন রোল সসেজ, স্টাফড বান, শুয়োরের মাংসের রোল, ওয়ান্টনস ইত্যাদি বহু মুখরোচক খাবার। তবে সকাল ৭টার মধ্যে সব খাবার শেষ হয়ে যায়। তাই সময় ধরে পৌঁছতে হবে এই জায়গায়।