ভোর থেকে সেলাই মেশিনের ঘড়-ঘড় আওয়াজ শুরু হয়ে যাচ্ছে। কেউ মাপ মতো কাপড় কাটছেন। কয়েকজন সেলাই করে মোড়কে বন্দি করছেন। যুদ্ধকালীন তৎপরতায় মাস্ক তৈরি করে চলেছেন পুরুলিয়ার মানবাজারের ‘গোপালনগর নিউ প্রতিভা মহিলা সঙ্ঘ বহুমুখী প্রাথমিক সমবায় সমিতি’র সদস্যারা।
গ্রামোন্নয়ন দফতরের জেলা প্রকল্প আধিকারিক সুকুমার বৈদ্য জানান, ‘স্টেট রুরাল লাইভলিহুড মিশন’ থেকে পুরুলিয়ায় ২ লক্ষ ২৪ হাজার ৫০০টি ত্রিস্তরীয় মাস্ক তৈরির নির্দেশ এসেছে। সেগুলি একশো দিনের কাজের শ্রমিকদের দেওয়া হবে। জেলার স্বনির্ভর দলগুলির যে সব সঙ্ঘের মাস্ক তৈরির পরিকাঠামো ও অভিজ্ঞতা রয়েছে, তাদের বরাত দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ছ’টি ব্লকের স্বনির্ভর সঙ্ঘ এই কাজ পেয়েছে। তাদের মধ্যে গোপালনগরের সঙ্ঘটি সব থেকে এগিয়ে। জেলা গ্রামোন্নয়ন দফতরের সহ প্রকল্প আধিকারিক শ্যামল সেন বলেন, ‘‘পুরুলিয়ার মধ্যে গোপালনগর সঙ্ঘ সব থেকে বেশি মাস্ক তৈরি করতে পারে।’’