বাংলা ইন্ডাস্ট্রিতে তাঁর পথচলা শুরু অনুপম রায়ের ব্যান্ডের হাত ধরে। অনুপমের সুরে ‘পিকু’, ‘চতুষ্কোণ’ ছবির মিউজ়িক অ্যারেঞ্জ করার কাজও করেছেন নবারুণ বসু। তবে গত কয়েক বছরে কম্পোজ়ার হিসেবেও নিজের জমি শক্ত করছেন শিল্পী। সৌকর্য ঘোষালের পুজো রিলিজ় ‘রক্তরহস্য’-এ টাইটেল ট্র্যাক-সহ দু’টি গানের সুর তাঁর দেওয়া। গেয়েছেন তিমির বিশ্বাস, ইমন চক্রবর্তী, প্রস্মিতা পাল। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরও নবারুণের। ‘‘কলেজের দিনে শৌভিকদার (মিউজ়িক ডিরেক্টর স্যাভি) কাছে কি-বোর্ড শিখতাম। উনি আমাকে সেশন প্লেয়ার হিসেবে পাঠাতেন। সেই সুবাদে তখন থেকেই দেবজ্যোতি মিশ্র, কালিকাপ্রসাদ ভট্টাচার্যের সঙ্গে কাজ করেছি। ফিল্ম মিউজ়িকে হাতেখড়ি অনুপমদার কাছেই,’’ বললেন তিনি।
পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘টিকিটাকা’-এ নবারুণের সুরে ‘তুমি যে শেষ’ গেয়েছেন অরিজিৎ সিংহ। ওয়েব সিরিজ় ‘কালী’, ‘মাফিয়া’-এ সুর দিয়েছেন শিল্পী। এখনও অবধি নবারুণের কেরিয়ারে টার্নিং পয়েন্ট দু’টি, ‘‘সুজয় ঘোষের শর্টফিল্ম ‘অহল্যা’র পরে অনেকের নজরে পড়েছিলাম। কাজও পেয়েছিলাম। সৌকর্যের ‘রেনবো জেলি’র জন্যও প্রশংসিত হয়েছিলাম।’’ মিউজ়িকে তাঁর অনুপ্রেরণা সত্যজিৎ রায়। হাতে রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘বনি’ এবং হরনাথ চক্রবর্তীর একটি ছবি।