অতিমারি থাকলেও শীতকালে বাহারি জামাকাপড় পরার শখ ছাড়তে পারে না বাঙালি। হোক না বাড়ির ঘরোয়া আড্ডা। কিন্তু একটু সাজতে না পারলে মন খুঁতখুঁত করবেই। তবে এখন কেতাদুরস্ত জামাকাপড় জোগাড় করার কথা ভাবলেই মনে হয় নামী-দামি বুটিকের দ্বারস্থ হতে হবে। তার উপর এই দেশের বিভিন্ন প্রদেশের শাড়ি বা পোশাক পরার ইচ্ছে হলে কোথায় যাওয়া যেতে পারে তা অনেকেই ঠাহর করতে পারেন না। অথচ কলকাতার বুকেই বিভিন্ন রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত এমন কিছু জায়গা রয়েছে যেখানে আপনি পেয়ে যেতে পারেন বিভিন্ন প্রদেশের নানা ডিজাইনের পছন্দসই জামাকাপড়। শহরের নানা জায়গায় জুড়ে রয়েছে এমন অনেক দোকান।
মধ্যপ্রদেশ
ঢাকুরিয়ার দক্ষিণাপনের বিখ্যাত একটি দোকান মৃগনয়নী। এটি মধ্যপ্রদেশের সরকার দ্বারা অনুমোদিত। বিভিন্ন ধরনের সুতি, সিল্ক, ঘিচা, তসরের শাড়ি তো বটেই, এখানে পাওয়া যায় পোশাক বানানোর জন্য ছিটের কাপড়ও। মধ্যপ্রদেশের বিখ্যাত ‘কোটা’ তসরের শাড়ির খোঁজে এই দোকানে ভিড় হয় নিয়মিতই।
খদ্দর
খাদি সিল্ক এম্পরিয়ামগুলিতে আপনি পেতে পারেন খদ্দরের জামাকাপড়ের বিপুল সম্ভার। এ ছাড়াও বিভিন্ন কাঁথা স্টিচের শাড়ি এখান থেকে কিনে নিয়ে যান মানুষজন। পাওয়া যায় সুতির এবং সিল্কের পাঞ্জাবিও। শহরের নানা জায়গায় খাদির বিভিন্ন বিপণি ছড়িয়ে রয়েছে। গড়িয়াহাট ছোট বিপণি থেকে শুরু করে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের উপর বিশাল বিপণি— সব জায়গাতেই আপনি পেয়ে যাবেন ভারতের নানা প্রদেশের সিল্ক এবং খদ্দরের কাপড়।