সোনা, রূপো, হিরে যত দামিই হোক না কেন, ‘জাঙ্ক জুয়েলারি’র চল যেন থামার নয়। খুব কম মহিলাই রয়েছেন যাঁরা খুব একটা গয়না পরতে পছন্দ করেন না।তবে হালফ্যাশনের যুগে চলতি গয়নাগুলোর মধ্যে ‘জাঙ্ক জুয়েলারি’-এর চল সবচেয়ে বেশি। সব বয়সের মহিলাই এখন এই ফ্যাশন বেশ মেনেই চলছেন।যদি আপনি ভেবে থাকেন, শুধু বাঙালি শাড়ি অথবা চুড়িদার ছাড়া গয়না পরা বৃথা, তবে বড্ড ভুল করছেন। হালফ্যাশনের যুগে প্রতিটি পোশাকের সঙ্গেই আপনি পরতে পারেন ‘জাঙ্ক জুয়েলারি’।
বাঙালি পোশাক হোক বা পশ্চিমী, তার সঙ্গে পরবেন কেমন ‘জাঙ্ক জুয়েলারি’
সোনা, রূপো, হিরে যত দামিই হোক না কেন, ‘জাঙ্ক জুয়েলারি’র চল যেন থামার নয়।
কী ভাবে কোন পোশাকের সঙ্গে কোন গয়না পরবেন?
· একটি জিনসের প্যান্ট নিন। এর সঙ্গে নিন একটি এক রঙের ফিটেড টপ। এবার এর সঙ্গে বড় একটি অক্সিডাইজড মালা এবং ঝুলন্ত একটি কানের দুল। ওপরে একটি শ্রাগ জড়িয়ে নিন। হাতেও পরে নিতে পারেন নানা ধরনের চুড়ি।
· শাড়ি কার না প্রিয়! শাড়ির সঙ্গে আপনি নানা ভাবে নিতে পারেন জাঙ্ক জুয়েলারির বহর।একটি বড় কানের দুল পরুন। চাইলে গলা ফাঁকাও রাখতে পারেন।আবার ভারী একটি মালা পরে নিয়ে ছোট্ট কানের দুলও পরতে পারেন।
·একটি ফিটেড টপ নিন। সঙ্গে নিন একটি লং স্কার্ট বা একটি পালাজো প্যান্ট। সঙ্গে পরুন লম্বা একটি মালা এবং ছোট্ট কানের দুল। অসাধারণ মানানসই হবে গোটা ব্যাপারটা।
·এ ছাড়াও আপনি শর্ট স্কার্ট দিয়ে একটি টপ পরে তার ওপরে কিছু গয়না নিয়ে নিতে পারেন। তা হলেও বেশ ফ্যাশনেবল হবে।