শীতকাল শুরু হলেই আমাদের আলমারি থেকে বেরিয়ে পড়ে সোয়েটার, মোজা, জ্যাকেট, বেল্ট, কার্ডিগান, কোট আরও কত কী! কেউ কেউ বলেন, শীতকালে নতুন ধরনের পোশাক পরার কোনও উপায় নেই। কিন্তু কলকাতার শীতে এই কথা খাটে না। কারণ এখানে যতটা ঠান্ডা পড়ে, তাতে জবুথবু হয়ে না থেকে নানা ধরনের বিভিন্ন কায়দার পোশাক নিয়ে পরীক্ষা করাই যায়। বিশেষত মহিলারা এই সময়ে শাড়ি পরার ধরন বা শাড়ির সঙ্গে পরার অন্যান্য জিনিস নিয়ে নতুন ভাবে চিন্তাভাবনা করতেই পারেন।
সোয়েটারকেই করে নিন ব্লাউজ
কলকাতার ঠান্ডায় গায়ের উপর দু’-তিনটি স্তরে উলের পোশাক চাপানোর কোনও প্রয়োজন নেই। কিন্তু শীত নিয়ে সচেতন থাকাও জরুরি। ফলে আপনি সোয়েটারকেই ব্লাউজ হিসাবে পরে ফেলতে পারেন স্বচ্ছন্দে। কোনও এক রঙা গলা বন্ধ সোয়েটারের উপরে উজ্জ্বল রঙের শাড়ি আপনার উপস্থিতিকে কাজের জায়গায় বা যে কোনও অনুষ্ঠানে এনে দেবে অন্য মাত্রা।