শহরে হাজির গ্রীষ্ম। সকাল ৮টা বাজতে না বাজতেই তাতাপোড়া রোদে চোখ ঝলসে যাওয়ার অবস্থা। এই গরমে চোখের যত্ন নেওয়া খুবই দরকারি। রোদচশমাই দিতে পারে সেই যত্ন নিতে।রোদচশমায় চোখ ঢাকা শুধু ফ্যাশন নয়, আমাদের শহরের পরিবেশে তা একই সঙ্গে অতি প্রয়োজনীয়ও বটে।
রোদচশমার বিবর্তনের সাক্ষী কলকাতা। উত্তম কুমারের যুগে মোটা কালো ফ্রেমের রোদচশমা অহরহ দেখা যেত পর্দায়। এক সময় তা চালু ফ্যাশনের ধারা থেকে হারিয়ে গেল। হালে তা-ই আবার ফিরে এসেছে ‘রেট্রো’ নাম দিয়ে। এখন তার পোশাকি নাম ‘ওয়েফারার’। মাঝে বহু দিন বাঙালিদের মধ্যে জনপ্রিয় হয়েছিল অ্যাভিয়েটর। হলিউড তারকা টম ক্রুজের কারণে জনপ্রিয় হওয়া এই কায়দার রোদচশমা পরেছেন বাঙালি তারকা প্রসেনজিৎ, জিৎ এমনকি দেবও। একই সঙ্গে মহিলাদের মধ্যেও জনপ্রিয় হয়েছে ক্যাট-আই আকারের রোদচশমা। সুচিত্রা সেন যেমন পরতেন একটু বড় মাপের ক্যাট-আই, তেমনই তাঁর নাতনি রাইমাকেও পরতে দেখা গিয়েছে এই ধাঁচের ছোট মাপের ফ্রেম। ক্রমশ একটু একটু মাপে ছোট হয়েছে এই ক্যাট-আই। মাঝে জনপ্রিয় হয়েছিল আয়তাকার রোদচশমাও। তবে তা এখন কিছুটা সেকেলে।
এখন কী কী ধরনের রোদচশমা কলকাতার বাজারে সবচেয়ে বেশি চলছে, তার হদিশ রইল এখানে।