কলকাতা শহরে শীতকালে বরফ না পড়লেও উত্তুরে হাওয়ার আনাগোনার ফলে এই সময় গরম জামাকাপড় পরা জরুরি হয়ে পড়ে। অনেকেই ভয় পান শীতের পোশাক কিনতে গেলেই জলের মতো টাকা খরচ হয়ে যাবে। কিন্তু এই শহরের আনাচেকানাচেই জ্যাকেট, সোয়েটার, মাফলার, টুপি, কোট, মোজা ইত্যাদি আরও নানা রকম শীতবস্ত্র পাওয়া যায় এখন অল্প ব্যয়েই। দুর্গাপূজা শেষ হয়ে যাওয়ার পর এই মহানগরীর অনেক জায়গায় বাইরে থেকে এসে কিছু মানুষ গরম জামাকাপড়ের পসার মেলে বসেন। প্রায় মার্চ পর্যন্ত এঁদের পাওয়া যাবে নির্দিষ্ট কিছু অঞ্চলে। বাহারি শীতবস্ত্র কিনতে হলে এঁদের হদিশ জানতেই হবে আপনাকে।
ওয়েলিংটন স্কোয়ার
ওয়েলিংটন স্কোয়ারের ভুটিয়া মার্কেটে বসে সবচেয়ে পুরনো আর বিখ্যাত গরম জামাকাপড়ের দোকান। ভুটান, তিব্বত, নেপাল, হিমাচল থেকে আনা শীতের পোশাকের আধিক্যের জন্য বিখ্যাত এই দোকানগুলি। বাহারি শাল, কোট, সোয়েটার থেকে জমকালো কার্পেট পর্যন্ত আরও অনেক কিছু পাওয়া যায় এখানে।