কলেজপড়ুয়া থেকে বাড়ির মাসিমা— শাড়ির আবেদন সব মেয়ের কাছেই এক রকম। নানা ঋতুতে নানা উৎসবে শাড়ি আপন করে নিতে জানে কলকাতা। তবে শাড়ির পাশাপাশি চাই ব্লাউজও। রং মিলিয়ে ব্লাউজ পরার চল এখনকার শৌখিনীরা বহু দিন আগেই নাকচ করে দিয়েছিলেন। তাঁদের চাই হালফ্যাশন নিত্য নতুন ব্লাউজ। এখন অবশ্য পিছিয়ে নেই বাড়ির দিদিমা-ঠাকুমারাও। সকলেই চান শাড়ির সঙ্গে একটু অন্য রকম ব্লাউজ। তবে অতিমারির পর থেকে দর্জির কাছে গিয়ে মাপ দিয়ে ব্লাউজ বানাতে সঙ্কোচ করেন অনেকেই। কিন্তু কলকাতা শহরে এমন অনেক জায়গা রয়েছে যেখানে আপনি নানা কায়দার তৈরি ব্লাউজই পেয়ে যাবেন অতি সহজে। জেনে নিন এমন পাঁচটি ঠিকানা।
১। অরণ্য
ঢাকুরিয়ার দক্ষিণপণে দোতলায় উঠে গেলেই পেয়ে যাবেন এই বস্ত্রবিপণি। শাড়ি, ড্রেস, গয়না, ঘর সাজানোর সামগ্রী, খাতা-পেনসিল— সব থাকলেও এই বিপণি কিন্তু বিখ্যাত তার ব্লাইজের জন্যেই। এমন সুন্দর রং এবং নকশার মিশেলে একেকটি ব্লাউজ তৈরি যে সাধারণ শাড়ির সঙ্গে পড়লেও সাজ বদলে যাবে। মূলত সুতির ব্লাউজ পাবেন এখানে। নানা রকম মাপের ব্লাউজ থাকে এই বিপণিতে। তাই একটু স্থূল চেহারার মেয়েরাও সহজেই নিজের মাপের ব্লাউজ পেয়ে যাবেন এখানে।