বিয়ের কেনাকাটার ঝক্কি কম নয়। শুধু বর-কনের পোশাক কিনলেই তো চলে না, সঙ্গে থাকে আরও হাজারটা খুঁটিনাটি। ফর্দ মিলিয়ে সব কিছু কেনাকাটা করাটা এমনই সময়-সাপেক্ষ। তার উপর যদি ঠিক জায়গা চেনা না থাকে, তা হলে কপালে থাকে অশেষ ভোগান্তি। তাই এ শহরে বিয়ের কেনাকাটা করার কিছু সেরা জায়গা জেনে নিন।
১। গড়িয়াহাট
এ শহরে বিয়ের কেনাকাটা করার অন্যতম সেরা জায়গা নিঃসন্দেহে গড়িয়াহাট। যাবতীয় শাড়ি, বিয়ের বেনারসী, সিল্ক, তাঁত, জামদানী কেনার সবচেয়ে সেরা দোকানগুলি রয়েছে কলকাতার এ চত্বরেই। আসল সোনার পাশাপাশি যাঁরা কিছু নকল সোনার গয়না কিনতে চান, তাঁদের জন্য এ চত্বরেই রয়েছে প্রচুর দোকান। শাড়ির পাশাপাশি সায়া, ব্লাউজ পেয়ে যাবেন এখানকার ফুটপাথের দোকান থেকেই। ছেলেদের ধুতি-পাঞ্জাবীর সম্ভারও নেহাত কম নয়। বিয়ের উপহার হিসেবে— বাড়ির জরুরি জিনিস, বাসনপত্র, ঘর সাজানোর জিনিস, ছবি, বই, আলো, আপনার ফর্দে যা-ই থাকুক না কেন, পেয়ে যাবেন এখানে। একই জায়গায় রয়েছে বিভিন্ন খাদির দোকানও। তাই কোনও বিশেষ পোশাক বা ব্লাউজ তৈরি করার জন্য যে কোনও রকমের কাপড়ও সহজে কিনতে পারবেন।