কলকাতা আমার কাছে ভালবাসার উষ্ণতায় ভরপুর একটা শহর। এই ভালবাসা, উষ্ণতা অন্য কোথাও খুঁজে পাই না। আমার বড় হওয়া উত্তর কলকাতায়। তার পর স্কুল কলেজের সুবাদে মধ্য এবং দক্ষিণ কলকাতার সঙ্গেও পরিচিত হয়েছি। উত্তর এবং দক্ষিণ, শহরের দুই প্রান্তই আমার প্রিয়। অন্য শহরেও থেকেছি। কিন্তু এই পরিবেশ কোথাও পাইনি।
দিল্লিতে আমি অনেক দিন ছিলাম। কিন্তু এখন কলকাতা ছাড়া অন্য কোনও শহরে পাকাপাকি ভাবে থাকার কথা ভাবতেই পারি না। কলকাতার খাবারের মধ্যে আমার সবথেকে প্রিয় বিরিয়ানি, ফুচকা আর চাট। রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, পাপড়ি চাট খেতে আমার দারুণ লাগে। আর বিরিয়ানি তো আমার কাছে কলকাতার হতেই হবে। আলু ছাড়া বিরিয়ানি আমি ভাবতেই পারি না!