পরীক্ষায় বসার আগে দিতে হবে আরও একটি পরীক্ষা। পরীক্ষার হলে ঢোকার আগে ছাত্রীদের শরীর পরীক্ষা করে দেখা হচ্ছে তাঁরা অন্তর্বাস পরে রয়েছেন কি না। পরীক্ষা দেওয়ার আগে নাইজেরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জামার নীচে অন্তর্বাস পরা কি না তা দেখার জন্য স্পর্শ করে যাচাই করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। পরীক্ষার হলে ঢোকার আগে লাইন দিয়ে দাঁড় করিয়ে বক্ষ স্পর্শ করে দেখে তবেই ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই তা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সমাজমাধ্যমে ছ়ড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নাইজেরিয়ার ওগুন রাজ্যের ওলাবিসি ওনাবাঞ্জো বিশ্ববিদ্যালয়ের মহিলা কর্মীরা শরীর পরীক্ষা করার পর তবেই ছাত্রীদের ভিতরে যাওয়ার ছাড়পত্র মিলছে। এই তল্লাশির কারণ হল পোশাকবিধি। ছাত্রীরা জানিয়েছেন এটি প্রথম নয়, এর আগেও তাঁদের অশ্লীল ভাবে স্পর্শ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মুইজ ওলাতুঞ্জি এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘‘ওলাবিসি ওনাবাঞ্জো বিশ্ববিদ্যালয়ে ‘নো ব্রা, নো এন্ট্রি’ কোনও নতুন নীতি নয়। শিক্ষার্থীদের সংযত ও বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ অনুযায়ী পোশাক পরতে উৎসাহিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে যথেষ্ট আলোড়ন পড়েছে। তবে এই পোশাক বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।