সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, ‘চিহ্নিত অযোগ্য’ চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। ইতিমধ্যে কেউ আবেদন করে থাকলেও তাঁর আবেদনপত্র বাতিল করতে হবে।
বাঁকুড়ার কোতুলপুর থানার সরিষাদিঘি গ্রামের বাইরে ক্যানেলের পাড়ে থাকা তার্পোলিনের একটি তাঁবু থেকে রবিবার সন্ধ্যা নাগাদ পচা গন্ধ বেরোতে শুরু করে। স্থানীয়েরা পচা গন্ধ পেয়ে তাঁবুর ভেতর উঁকি দিয়ে মেঝেতে শ্যামলী সাঁতরার মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে, সে বিষয়ে তরুণ-তরুণীদের মতামত সংগ্রহ করেছিল জনমত সমীক্ষা সংস্থা সানেম ও অ্যাকশনএইড।
ট্রাম্প সোমবার ‘ব্রিক্স’ গোষ্ঠীভুক্ত দেশগুলির উপর ১০ শতাংশ বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। রাশিয়া, চিন, ব্রাজিলের পাশাপাশি ভারতও ‘ব্রিকস’ জোটের সদস্য। ওয়াশিংটনের সঙ্গে ইতিমধ্যেই বাণিজ্যচুক্তি সেরে ফেলা চিন ছাড় পেলেও ভারতের ক্ষেত্রে কী হবে তা এখনও অনিশ্চিত।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সোমবার রাত পর্যন্ত (ভারতীয় সময়) হড়পা বানে মৃত্যু হয়েছে ৯১ জনের। নিখোঁজ এখনও অনেকে।
টেস্টে ব্রায়ান লারার ব্যক্তিগত ৪০০ রানের রেকর্ড ভেঙে দেওয়ার মুখে ছিলেন উইয়ান মুল্ডার। আচমকাই ইনিংস ডিক্লেয়ার করে দেন তিনি। ম্যাচের পর মুল্ডার খোলসা করলেন, কেন এই সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, গ্রামের এক বাসিন্দার মৃত্যুর পর থেকেই ওই পরিবারের উপর আক্রোশ ঘনীভূত হয় গ্রামবাসীদের।
কলকাতা হাই কোর্টে তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে চলছে প্রাথমিকের ৩২ হাজার জনের চাকরি বাতিলের মামলা। সেই মামলার শুনানিতেই সিঙ্গল বেঞ্চের রায় নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারীরা।
মার্কিন প্রেসিডেন্ট আগেই হুঁশিয়ারি দিয়েছেন, নয়া হারে শুল্ক ধার্য করে বিভিন্ন দেশকে চিঠি পাঠানো হবে। সেই প্রক্রিয়া সোমবার থেকেই শুরু হচ্ছে। তবে কবে থেকে আমেরিকার নয়া শুল্কনীতি কার্যকর হবে, তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়।
দলাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিমাচল প্রদেশের ধর্মশালায় জন্মদিনের অনুষ্ঠানে সশরীরে হাজির ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী। ভারতের এই ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল চিন।
২০২৪ সালের ৭ ডিসেম্বর সন্দেশখালির একটি পুকুর থেকে হাত-পা বাঁধা এবং কোমরে ইট বাঁধা অবস্থায় এক যুবতীর দেহ উদ্ধার হয়। ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।