তিন বছরে ১২০টি দেশ ভ্রমণ করে ফেলেছেন তরুণ। আর ভ্রমণের সমস্ত খরচ জোগাড় করেছেন পকেটমারি করে! তরুণের শিক্ষাগত যোগ্যতাও নেহাত ফেলনা নয়। সাংহাইয়ের একটি শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক তিনি। কাজ করতেন শহরেরই একটি বড় সংস্থায় মানবসম্পদ বিভাগে। আপাতত পকেটমারির অভিযোগে শ্রীঘরে ঠাঁই হয়েছে চিনের বাসিন্দা ওই তরুণের। ২৫ বছর বয়সি এই তরুণ বিশ্ব জুড়ে ঘুরে বেড়ানোর জন্য হাতসাফাইয়ের বিদ্যাকে কাজে লাগিয়েছিলেন। নগদ এবং ক্রেডিট কার্ড ভর্তি মানিব্যাগ দেখলেই তা হাতিয়ে নিয়ে সেই টাকায় বেড়াতে বেরিয়ে পড়তেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
‘সাউথ চায়না মর্নিং পোস্টে’র প্রতিবেদন অনুসারে আন নামের ওই তরুণের বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল অনেকেরই। কারণ তিনি মাসে ১ লক্ষ ২০ হাজার টাকা (১০,০০০ ইউয়ান) আয় করেন। সেই আয়ে ঘন ঘন বিদেশ যাওয়ার খরচ মেটানোর জন্য যথেষ্ট নয়। তবে তাঁর শিক্ষাগত যোগ্যতা ও চাকরির কারণে তাঁকে পকেটমার বলে সন্দেহ করা কল্পনার অতীত ছিল। সন্দেহের উদ্রেক হয় যখন আনেরই সংস্থায় চাকরির পরীক্ষা দিতে আসা এক তরুণ অভিযোগ করেন যে তাঁর মানিব্যাগটি খোয়া গিয়েছে। তিনি পুলিশে জানান, ব্যাঙ্ক থেকে ফোন করে বলা হয়েছে ওই তরুণের হারিয়ে যাওয়া ক্রেডিট কার্ড থেকে আন নামের কেউ বিদেশের জন্য টিকিট কেটেছেন। পুলিশ ‘আন’ নামের ব্যক্তির সন্ধান করতে গিয়ে অভিযুক্তের সন্ধান পায়। গ্রেফতারের আগে আনের বাড়ি থেকে আরও দু’টি মানিব্যাগ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় পুলিশ আনকে গ্রেফতার করে। গ্রেফতারির আগে আন আফ্রিকায় উড়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে জানা গিয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় আন অপরাধ স্বীকার করে জানান যে, তিনি ভ্রমণ করতে ভালবাসেন। সমাজমাধ্যমে ভ্রমণের ছবিগুলি পোস্ট করে তাঁর জীবনযাত্রার মান অন্যদের দেখাতে পছন্দ করেন।