Advertisement
১৯ মে ২০২৪
Darken Hair Naturally

কম বয়সে পাকা চুল ঢাকতে রাসায়নিক রং নয়, হেঁশেলের ৫ উপাদানই যথেষ্ট

রাসায়নিক নির্ভর এই রং চুলের বারোটা বাজানোর জন্য যথেষ্ট। তাই চুলের ক্ষতি বাঁচিয়ে পাকা চুল ঢাকতে পারেন ঘরোয়া পাঁচ উপাদানে।

darken hair naturally

চুলের ক্ষতি বাঁচিয়ে পাকা চুল ঢাকতে পারেন ঘরোয়া পাঁচ উপাদানে। ছবি- সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২৩ ১৭:৫৬
Share: Save:

বাড়তে থাকা স্ট্রেস মাথার চুলে পাক ধরাচ্ছে। শুরুর দিকে দু’-একটা পাকা চুল, এদিক-ওদিক করে ঢেকে রাখতেন। কিন্তু চোখের নিমেষে সংখ্যায় তারা এমন হারে বেড়ে চলেছে যে, তাদের আর চাপা দিয়ে রাখা যাচ্ছে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে বেশির ভাগ মানুষই রঙের উপর ভরসা করেন। কিন্তু রাসায়নিক নির্ভর এই রং বা কেমিক্যাল ডাই চুলের বারোটা বাজানোর জন্য যথেষ্ট। তাই চুলের ক্ষতি বাঁচিয়ে পাকা চুল ঢাকতে পারেন ঘরোয়া পাঁচ উপাদানে।

১) চা পাতা ভেজানো জল

পাকা চুল কালো করার সবচেয়ে ভাল উপায় কালো চা। দু’টেবিল চামচ চা পাতা জলে ফুটিয়ে নিন। এই জল ঠান্ডা করে মাথায় লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার প্রয়োজন নেই।

২) কফি ভেজানো জল

চায়ের মতো কফিও পাকা চুলে রং আনতে দারুণ ভাবে কাজ করে। এক টেবিল চামচ কফি জলে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে এই জল মাথায় মেখে রাখুন। কফি মাখার পর চুলে একটু চিটচিটে ভাব আসতে পারে। অসুবিধা হলে শ্যাম্পু করে নিতে হবে।

৩) কারি পাতা

কম বয়সে চুল পেকে গেলে কারিপাতা সবচেয়ে ভাল উপায়। নারকেল তেলে কারি পাতা ফুটিয়ে নিন। এই তেল ছেঁকে নিয়ে মাথায় মালিশ করুন। জল দিয়ে ধুয়ে ফেলুন। চুল পাকা রুখতে দারুণ কাজ করে কারি পাতা।

darken hair naturally

আখরোটের খোসা ভেজানো জল মাথায় মেখে রাখলেও চুল কালো হবে। ছবি- সংগৃহীত

৪) আমলকি

আমলার মধ্যে রয়েছে ভিটামিন সি, যা চুল পাকার সমস্যা রুখতে সাহায্য করে। তিন টেবিল চামচ আমলা পাউডার, তিন টেবিল চামচ হেনা পাউডার ও এক টেবিল চামচ কফি পাউডার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট চুলে লাগিয়ে রাখুন। দু’ঘণ্টা পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। পাকা চুলে রং ধরবে, পুষ্টিও পাবে।

৫) আখরোট

আখরোট খুবই দামি। তা মাথায় মাখতে ইচ্ছা না করতেই পারে। তবে আখরোটের খোসা ভেজানো জল মাথায় মেখে রাখলেও চুল কালো হবে। সুফল পেতে গেলে নিয়ম করে ব্যবহার করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hair Colour Beauty Hair care
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE