Advertisement
২৭ এপ্রিল ২০২৪

এশিয়া কাপ মেটার পরেই বিশ্বকাপের ভাবনা: মাশরফি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চলতি মাসে শুরু হওয়া এশিয়া কাপকেই পাখির চোখ করতে চাইছে বাংলাদেশ। বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেলেও তা নিয়ে এখনই না ভে‌বে দেশের মাটিতে হওয়া এশিয়া কাপকেই বেশি গুরুত্ব দিতে চাইছেন মাশরফিরা। কিন্তু বিশ্বকাপের চেয়ে এশিয়া কাপকে কেন বেশি গুরুত্ব দিচ্ছে দল? না কি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই টুর্নামেন্টকে দেখছে মাশরফিরা?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:২০
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চলতি মাসে শুরু হওয়া এশিয়া কাপকেই পাখির চোখ করতে চাইছে বাংলাদেশ। বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেলেও তা নিয়ে এখনই না ভে‌বে দেশের মাটিতে হওয়া এশিয়া কাপকেই বেশি গুরুত্ব দিতে চাইছেন মাশরফিরা। কিন্তু বিশ্বকাপের চেয়ে এশিয়া কাপকে কেন বেশি গুরুত্ব দিচ্ছে দল? না কি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই টুর্নামেন্টকে দেখছে মাশরফিরা? সরাসরি এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও মাশরফি বলেন, “এই মুহূর্তে আমাদের যা দল, সেটাই দেশের সেরা একাদশ। বিশ্বকাপ নিয়ে এখনই ভাবব কেন? আপাতত মাথায় এশিয়া কাপ।”

তবে এ বার যেহেতু এশিয়া কাপ টি-২০ ফর্ম্যাটে হচ্ছে, তাই সীমিত ওভারের বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসাবে এই টুর্নামেন্টকে দেখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর তাই বোধহয় এশিয়া কাপ নিয়ে সমর্থকদের বেশি আশা করতে বারণ করছেন খোদ বাংলাদেশ অধিনায়ক। তাঁর কথায়, “ওয়ানডে-তে আমরা যথেষ্ট শক্তিশালী দল। কিন্তু টি২০-তে আমরা এখনও পুরোপুরি তৈরি নই।” তবে বিশ্বকাপে যে দলের প্রত্যেকে নিজেকে নিংড়ে দেবে, সে প্রতিশ্রুতি দিয়েছেন মাশরফি।

পরের মাসে ভারতে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। গ্রুপ এ –তে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে রয়েছে হল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওমান। শক্তিশালী ১১ বাঙালীর কাছে এই তিন দেশের বাধা টপকানো যে কোনও ব্যাপারই না, তা জানেন মাশরফিরা। তাই দলের বাকিদের সতর্ক করেছেন ক্যাপ্টেন। তাঁর মতে, “আসলে বিশ্বকাপের প্রথম পর্বটাই বেশি চিন্তার। এই ফর্ম্যাটে ছোট দলগুলি সবসময়ই এগিয়ে থাকে।”

আরও খবর:
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা, নতুন চমক মিঠুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE