Advertisement
১৮ মে ২০২৪
সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য তৃণমূল সাংসদেরাও।

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য তৃণমূল সাংসদেরাও। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৪
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১১:৫১ key status

প্রধানমন্ত্রী মন দিয়ে শুনেছেন: মমতা

প্রধানমন্ত্রীকে  ১০০ দিনের টাকা-সহ অন্যান্য প্রকল্পের পাওনা টাকার হিসাব দিয়েছেন, জানালেন মমতা।  বললেন, ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার। সে কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। উনি বিষয়টি মন দিয়ে শুনেছেন। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কেন্দ্র-রাজ্য যৌথ কমিটি গড়ার কথাও বলেছেন।’’

timer শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১১:৪৭ key status

কী ভাবে সমাধান? কী বললেন প্রধানমন্ত্রী? কী জানালেন মমতা?

প্রাপ্য টাকা বাংলা পাবে কি না সেই প্রশ্নের উত্তর চাইতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। প্রধানমন্ত্রী কি আশ্বাস দিলেন? মমতা বলেছেন, ‘‘কেন্দ্র এবং রাজ্যের সংশ্লিষ্ট কর্তাদের নিয়ে একটি যৌথ কমিটি গড়ার কথা বলেছেন মোদী। তারা গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে। তার পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’’ এপ্রসঙ্গে মমতার সংযোজন, ‘‘আমি বলেছি, যদি কোনও ভুল হয়ে থাকে তবে আমাদের বলুন। এতবার কেন্দ্রীয় দল এসেছে, এত বার ব্যাখ্যা দিয়েছি। আবার দেব। কিন্তু গরিবদের টাকা আটকে রাখবেন না।’’ 

Advertisement
timer শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১১:৪২ key status

টাকা পাব না কেন? প্রশ্ন মমতার

মমতা বললেন, ‘‘১৫৭টি টিম গিয়েছিল কেন্দ্রের। যা জানতে চেয়েছে জানিয়েছি। তার পরও টাকা পাব না কেন? বলেছি প্রধানমন্ত্রীকে’’।

timer শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১১:৪১ key status

বৈঠকের পর বিজয় চকে সাংবাদিকদের মুখোমুখি মমতা

নির্ধারিত সময়ের আগেই মাত্র ২০ মিনিটে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক শেষ হয় মুখ্যমন্ত্রী মমতার। তার পরেই নতুন সংসদ ভবন থেকে কয়েক মিনিটের দূরত্বে বিজয় চকে সাংবাদিক বৈঠক করেন মমতা। 

timer শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১১:৩৪ key status

শেষ হল মোদী-মমতা বৈঠক

শেষ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। নির্ধারিত সময়ের আগে ২০ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় ওই বৈঠক। বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বাংলার শাসক দল তৃণমূলের ১১ জন সাংসদ। 

timer শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১১:২০ key status

শুরু হল মোদী-মমতার বৈঠক

সকাল ১১টা নাগাদ শুরু হল বৈঠক। নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরে রয়েছেন মমতা এবং তাঁর সাংসদদের দল। 

Advertisement
timer শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১১:০৬ key status

মমতার সঙ্গে সাক্ষাতের আগেই মোদীকে চিঠি শুভেন্দুর

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের আগেই শুভেন্দু অধিকারীর চিঠি গেল মোদীর  কাছে।

timer শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১১:০১ key status

সংসদে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

সংসদ ভবনে পৌঁছে গেলেন মমতা। প্রধানমন্ত্রীর দফতরে তাঁর সঙ্গে দেখা করবেন মোদী। সঙ্গে রয়েছেন অভিষেক-সহ ১১ জন তৃণমূল সাংসদ। 

timer শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১০:৫০ key status

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হবেন মমতা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সকাল সাড়ে ১১টা নাগাদ বিজয় চকে সাংবাদিক বৈঠক করবেন মমতা-সহ তৃণমূল সাংসদেরা। 

timer শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১০:৪৮ key status

মমতা-মোদীর সাক্ষাৎ

আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ দিল্লিতে। বাংলার প্রাপ্য বিভিন্ন সরকারি প্রকল্পের বকেয়া টাকা নিয়েই মোদীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মমতা। তাঁর সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বাংলার ১১ জন সাংসদও। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE