শব্দ-জব্দ ২০২৪ — ক্যুইজের আদলে বাংলা শব্দের বিভিন্ন মজার খেলা নিয়ে রাজ্যের ১২টি জেলার ২০৮টি স্কুলে হাজির হয়েছিল আনন্দবাজার অনলাইন। লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বাংলা ভাষার দক্ষতাকে সুচারু ও সুনিপুণ করে তোলার। সর্বোপরি মাতৃভাষার শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে জুড়ে রাখার। ‘শব্দ-জব্দ ২০২৪’ সেই লক্ষ্যে অনেকটাই সফল।
তিনটি খেলার নিয়ম ভাল করে পড়ে, উদাহরণ দেখে, প্রত্যেকটি খেলার ৫টি করে প্রশ্নের উত্তর দিতে হবে। মোট ১৫টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ৩০ মিনিট সময় পাবে শিক্ষার্থীরা। উত্তরের সঙ্গে সংশ্লিষ্ট প্রশ্নপত্রে শিক্ষার্থীর পুরো নাম, ক্লাস, স্কুলের নাম লিখে জমা দিতে হবে।
বাংলা শব্দের চিহ্নগুলি লোপাট হয়ে গিয়েছে। ঠিক জায়গায় ঠিক চিহ্ন বসিয়ে শব্দগুলি চিনে নিতে হবে।
বাংলা শব্দের অক্ষরের জায়গা পাল্টিয়ে দেওয়া হয়েছে। বর্ণ আর অক্ষর একসঙ্গেই আছে। ঠিক ভাবে সাজিয়ে শব্দগুলি চিনে নিতে হবে।