Mohammad Al-Bashir

বিদ্রোহীদের শৃঙ্খলার পাঠ দিতেন, রাতারাতি সিরিয়ার তদারকি সরকারের প্রধান হলেন মহম্মদ আল-বশির

৪১ বছর বয়সি আল-বশির জন্মেছেন ১৯৮৩ সালে, ইদলিব প্রদেশের জাবাল আল-জাওইয়ায়। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান পদে বহাল থাকবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১০:২১
মহম্মদ আল-বশির।

মহম্মদ আল-বশির। — ফাইল চিত্র।

সিরিয়ায় সদ্য বাশার আল-আসাদের ২৪ বছরের সাম্রাজ্যের পতন হয়েছে। আপাতত সেখানে দায়িত্ব নিতে চলেছে তদারকি সরকার। আর তদারকি সরকারের প্রধানমন্ত্রী হতে চলেছেন মহম্মদ আল-বশির, সিরিয়ার সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহীদের শৃঙ্খলাবদ্ধ করার নেপথ্যে যাঁর হাত ছিল।

Advertisement

মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, টেলিভিশনে একটি বক্তৃতায় আল-বশির দাবি করেছেন, ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন। ৪১ বছর বয়সি আল-বশির জন্মেছেন ১৯৮৩ সালে, ইদলিব প্রদেশের জাবাল আল-জাওইয়ায়— বিগত বেশ কিছু বছর ধরেই যে এলাকার নিয়ন্ত্রণ রয়েছে ইসলামিক গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর হাতে। অ্যালেপ্পো বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিভাগ থেকে স্নাতক হয়েছেন আল-বশির। তার পর ইদলিব বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামিক অ্যান্ড সিভিল ল’ নিয়ে পড়াশোনা করেছেন। মাঝে কিছু দিনের জন্য সিরিয়ার সরকারি গ্যাস সংস্থায় কাজও করতেন নয়া রাষ্ট্রপ্রধান।

এর আগে উত্তর-পশ্চিম সিরিয়া এবং ইদলিবের দখল নিয়েছিলেন বিদ্রোহীরা। সেখানকার সরকারি পরিষেবা থেকে বিচ্ছিন্ন বাসিন্দাদের সহায়তা করার জন্য ২০১৭ সালে গড়া হয় ‘মুক্তিকামী সরকার’। গড়া হয় বিভিন্ন স্বতন্ত্র মন্ত্রক, বিভাগ, বিচার বিভাগ এবং নিরাপত্তাবাহিনী। ওই সরকারকে নিয়ন্ত্রণ করত এইচটিএস এবং তার সহযোগী বিদ্রোহী গোষ্ঠী। চলতি বছরের জানুয়ারি মাসে সেই সরকারের প্রধান নির্বাচিত হন আল-বশির। তার আগে এসএসজি-র উন্নয়নমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এ বার সরাসরি সিরিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন বশির!

সিরিয়ায় বাশার আল-আসাদের সরকারের পতনের সঙ্গে সঙ্গে দীর্ঘ কয়েক দশকের বাথ শাসনের যুগ শেষ হয়েছে। দামাস্কাসের পতনের পর সিরিয়ার শেষ বাথ প্রধানমন্ত্রী মহম্মদ আল-জালালি শাসনভার তুলে দিয়েছেন বিদ্রোহীদের ‘মুক্তিকামী সরকার’-এর হাতে। সেই নিয়মেই এসএসজি-র প্রধান হয়েছেন তদারকি সরকারের রাষ্ট্রপ্রধান, এসএসজি-র অন্য মন্ত্রীরাও পেয়েছেন তদারকি সরকারের সংশ্লিষ্ট দায়িত্ব। তবে মাত্র পঞ্চাশ লক্ষ মানুষের একটি বিদ্রোহী অঞ্চল পরিচালনা করা, আর নানা বিভাজনে দ্বিধাবিভক্ত, প্রায় ২ কোটি ৩৩ লক্ষ জনসংখ্যার একটি দেশ চালানো তো এক নয়! সেই চিন্তাতেই কপালে ভাঁজ পড়েছে অনেকের।

গত ২৭ নভেম্বর থেকে দুই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে উপর্যুপরি আক্রমণে পিছু হটে সিরিয়ার আসাদ সরকার। রবিবার নিজের দেশ ছেড়ে পালিয়ে যান প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সপরিবার বন্ধু দেশ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন