Donald Trump

লিঙ্কনের সেই বাইবেল, না কি মায়ের দেওয়া উপহার? ট্রাম্পের শপথের কয়েক ঘণ্টা আগেও সংশয়!

সোমবার রাত সাড়ে ১০টায় (ভারতীয় সময়) ক্যাপিটল রোটান্ডায় আমেরিকায় ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। ‘লিঙ্কনের বাইবেল’ এবং ‘পারিবারিক বাইবেল’ নিয়ে রয়েছে ধন্দ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ২০:৩৬

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আব্রাহাম লিঙ্কন ১৮৬১ সালে আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছিলেন ওই বাইবেলে হাত রেখে। তার পর থেকে আমেরিকার প্রত্যেক প্রেসিডেন্ট ক্যাপিটল বিল্ডিংয়ে ওই বাইবেলে হাত রেখেই শপথ নিয়েছেন। কিন্তু এ বার ডোনাল্ড ট্রাম্প সেই প্রথা মানবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

Advertisement

সোমবার রাত সাড়ে ১০টায় (ভারতীয় সময়) ক্যাপিটল রোটান্ডায় আমেরিকায় ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। প্রবীণ রিপাবলিকান নেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানাচ্ছে, ‘লিঙ্কনের বাইবেলে’র পাশাপাশি পারিবারিক বাইবেলেও হাত রেখে মন্ত্রগুপ্তির শপথ নেবেন তিনি। ওই বাইবেলটি ট্রাম্পের মা ১৯৫৫ সালে তাঁকে উপহার দিয়েছিলেন। নিউ ইয়র্কের জামাইকা ফার্স্ট প্রেসবিটারিয়ান চার্চে ‘সানডে চার্চ প্রাইমারি স্কুলে’র স্নাতক হওয়ার পর।

২০১৭ সালে প্রথম বার প্রেসিডেন্ট পদে লিঙ্কন বাইবেলে হাত রেখেই শপথ নিয়েছিলেন ট্রাম্প। কিন্তু পারিবারিক বাইবেলটিও সঙ্গে রেখেছিলেন তিনি। এ বারও শেষ পর্যন্ত তিনি প্রথা ভাঙবেন না বলেই রিপাবলিকান পার্টির একটি সূত্র জানাচ্ছে। তবে দ্বিতীয় মেয়াদের শপথে একটি ক্ষেত্রে আমেরিকার ৪০ বছরের ‘প্রথা’ ভাঙতে চলেছেন ট্রাম্প। ক্যাপিটল বিল্ডিংয়ের উদ্যানের বদলে রোটান্ডায় হবে ট্রাম্প এবং নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের শপথ অনুষ্ঠান।

আমেরিকার হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার শৈত্যপ্রবাহের শিকার হতে চলেছে রাজধানী ওয়াশিংটন ডিসি। কনকনে ঠান্ডা হাওয়ার সঙ্গে হতে পারে তুষারপাতও। তাই এই প্রথাবদল। যদিও ২০১৭ সালের ২০ জানুয়ারি প্রথম বার প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প শপথ নিয়েছিলেন প্রথা মেনে ক্যাপিটল উদ্যানে। ঠান্ডা হাওয়া এবং ঝিরঝিরে বৃষ্টির মধ্যে বক্তৃতাও করেছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন