বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফাইল চিত্র।
দীর্ঘদিন পশ্চিমী বিশ্ব অস্ত্র সরবরাহ করেনি ভারতকে। তাই বাধ্য হয়েই রাশিয়ার উপর নির্ভরতা বাড়াতে হয়েছে বলে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় জয়শঙ্কর বলেন, ‘‘অস্ত্র এবং জ্বালানির প্রশ্নে আমাদের রাশিয়া নির্ভরতার একাধিক কারণ আছে। অস্ত্রের গুণমানের কারণেই শুধু নয়, বহু দশক ধরে পশ্চিমী বিশ্ব ভারতকে কোনও অস্ত্র রফতানি করত না।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে মস্কোর কাছ থেকে জ্বালানি এবং অস্ত্র কেনা নিয়ে সারা বিশ্বেই নানা বিতর্ক হয়েছে। আমেরিকা-সহ পশ্চিমী বিশ্ব রাশিয়ার উপর অর্থনৈতিক অবরোধ জারি করলেও ভারত ‘ভারসাম্যে’র কূটনীতিকে অবলম্বন করে রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে।
ভারতের এই সিদ্ধান্ত প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, “আমরা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে দেশের ভবিষ্যৎ স্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিই। জাতীয় স্বার্থই সব সময় আমাদের কাছে অগ্রাধিকার পায়।”