Russia Ukraine War

ছ’মাস লুকিয়ে থাকার পরে ইউক্রেন ফৌজের হাতে খারকিভে ধরা পড়ল এক রুশ সেনা

খারকিভ পুলিশ বিভাগ জানিয়েছে, আটক ওই রুশ সেনার বয়স ৪২ বছর। তাঁকে খারকিভের কুপিয়ানস্ক এলাকা থেকে আটক করা হয়েছে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৩ ০০:৩৪
Ukraine War: Ukraine Army caught a Russian soldier who had been hiding in abandoned buildings for 6 months

ইউক্রেন ফৌজের হাতে গ্রেফতার হলেন দলছুট এক রুশ সেনা। ছবি: সংগৃহীত।

প্রায় ৬ মাস ধরে ইউক্রেনের খারকিভ শহরের এক পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে ছিলেন তিনি। মাঝে মধ্যে বেরিয়ে নিজের বাহিনীকে খোঁজারও চেষ্টা করতেন দলছুট ওই রুশ সেনা। কিন্তু শেষরক্ষা হল না। ইউক্রেন ফৌজের হাতে গ্রেফতার হলেন তিনি।

ইউক্রেনে যুদ্ধ শুরুর প্রথম দিকে খারকিভের বেশ কিছু এলাকার দখল নিয়েছিল রুশ বাহিনী। তবে গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির অনুগত বাহিনী ওই এলাকা পুনর্দখল করে। ইউক্রেন সেনার প্রত্যাঘাতে রাশিয়া ফৌজ পিছু হটতে বাধ্য হলে ওই রুশ সেনা দলছুট হয়ে পড়েন। আশ্রয় নেন পরিত্যক্ত বাড়িতে।

Advertisement

খারকিভ পুলিশ বিভাগ জানিয়েছে, আটক ওই রুশ সেনার বয়স ৪২ বছর। তাঁকে খারকিভের কুপিয়ানস্ক এলাকা থেকে আটক করা হয়েছে। ইউক্রেনের কয়েক জন সেনা ওই এলাকায় টহল দেওয়ার সময় ওই রুশ সেনাকে দেখতে পান বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন