জ্বলছে ফ্লরিডার বিস্তীর্ণ এলাকা। ছবি: সংগৃহীত।
বিধ্বংসী দাবানলে জ্বলেপুড়ে খাক হয়ে গেল ফ্লরিডার হাজার হাজার একর জমি। মঙ্গলবার সন্ধ্যায় ফ্লরিডার মায়ামি-ডেড এলাকায় ঘটনাটি ঘটেছে। সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। দাবানলের কারণে মঙ্গলবার সন্ধ্যায় ঘণ্টাখানেকের জন্য বন্ধ হয়ে যায় দুই গুরুত্বপূর্ণ মার্কিন হাইওয়ে, যার জেরে রাতভর সড়কপথে যানচলাচল ব্যাহত হয়েছে। ভোগান্তিতে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।
আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় ফ্লরিডা-কিজের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী একমাত্র হাইওয়ে ‘ইউএস-১’-এর প্রায় ১৮ মাইল বিস্তীর্ণ অংশে হঠাৎই আগুন লেগে যায়। দাবানলের জেরে ওই এলাকায় আসা-যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় কার্ড সাউন্ড রোডও। গোটা এলাকায় কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। সরকারি সূত্রে জানানো হয়েছে, বিধ্বংসী ওই আগুনে এলাকার অন্তত ৩৫০০ একর জমি পুড়ে গিয়েছে। হাইওয়ের ঠিক পাশেই আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়ার কয়েকটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছে মনরো কাউন্টি শেরিফের দফতর (যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। এ ছাড়া, ফ্লরিডা ট্র্যাফিক বিভাগের সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছে সেই দৃশ্য।
তবে দাবানলের কারণ কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। আগুনের কারণে কেউ আহত হয়েছেন কি না, তা-ও স্পষ্ট নয়। দীর্ঘ ক্ষণের চেষ্টায় দাবানল নিয়ন্ত্রণে এলেও এখনও আগুন সম্পূর্ণ নেভেনি। রাত সাড়ে ৮টা নাগাদ রাস্তাগুলি ফের খুলে দেওয়া হয়। তার পর ধীরে ধীরে সচল হয় সড়কপথে পরিবহণ। তবে প্রশাসনের তরফে এলাকাবাসীদের এখনও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন দমকলকর্মীরাও।