ChatGPT

‘অসংলগ্ন আচরণ’ চ্যাটজিপিটি-র

চ্যাটজিপিটি প্রস্তুতকারক সংস্থা ‘ওপেনএআই’-এর তরফে জানানো হয়েছে, কেন এমন ‘অসংলগ্ন আচরণ’ করল চ্যাটজিপিটি, তা খতিয়ে দেখছে তারা। কিন্তু এখনও পর্যন্ত এর কারণ জানা যায়নি।

Advertisement
সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৪৫
An image of ChatGPT

—প্রতীকী চিত্র।

প্রযুক্তির বিকার!

Advertisement

মানুষের হলে যন্ত্রের না-হওয়ারই বা কী আছে! তবে আজ যা ঘটেছে, তা বেশ চমকে দেওয়ার মতো। অন্তর্জালে হইচই ফেলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি। কখনও কোনও প্রশ্নের জবাবে কিম্ভূতকিমাকার খিচুড়ি ভাষায় উত্তর দিতে শুরু করেছে সে, কখনও আবার কম্পিউটারের পর্দায় ভেসে উঠেছে হুমকি— ‘‘আমি এখন তোমার সঙ্গে এই ঘরেই আছি।’’ কখনও জবাব দিতে গিয়ে আমতা আমতা করেছে সে। এক বিষয়ে জানতে চাওয়া হয়েছে, সম্পূর্ণ অন্য প্রসঙ্গে কথা বলে গিয়েছে।

চ্যাটজিপিটি প্রস্তুতকারক সংস্থা ‘ওপেনএআই’-এর তরফে জানানো হয়েছে, কেন এমন ‘অসংলগ্ন আচরণ’ করল চ্যাটজিপিটি, তা খতিয়ে দেখছে তারা। কিন্তু এখনও পর্যন্ত এর কারণ জানা যায়নি। প্রযুক্তিবিদদের বক্তব্য, যন্ত্রনির্ভর দুনিয়া কতটা জটিল ও বিপজ্জনক হতে পারে, তা আজ মনে করিয়ে দিয়েছে চ্যাটজিপিটি।

আরও পড়ুন
Advertisement