গ্রাফিক: সনৎ সিংহ।
জনরোষ এড়াতে বুধবার ভোরে কলম্বো ছেড়ে পালিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সে দেশের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, ভারত মহাসাগরের আর এক দ্বীপরাষ্ট্র মলদ্বীপে গিয়েছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি ৭৮৮-তে সিঙ্গাপুর রওনা হয়েছেন, পলাতক রাষ্ট্রনেতা। সেখান থেকে সৌদি আরবের বন্দর শহর জেড্ডায় পৌঁছবেন তিনি।
বুধবার রাতে মলদ্বীপের সংবাদমাধ্যম জানিয়েছিল, রাজধানী মালে থেকে সিঙ্গাপুরে উড়ে গিয়েছেন গোতাবায়া। কিন্তু বৃহস্পতিবার ভোরে শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি মিরর জানায়, তখনও মলদ্বীপের রাজধানী মালেতেই রয়েছে তিনি। যদিও অন্তর্ধানের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সরকারি ভাবে গোতাবায়ার ‘অবস্থান’ জানানো হয়নি। আনুষ্ঠানিক ভাবে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ থেকেও ইস্তফা দেননি তিনি।
বুধবার মালে পৌঁছনোর পরে গোতাবায়া টেলিফোনে শ্রীলঙ্কা পার্লামেন্টের স্পিকার ওয়াই অবেবর্ধনেকে জানিয়েছিলেন বুধবারই পদত্যাগ করবেন। এর পর দুপুরে অবেবর্ধনে সাংবাদিক বৈঠকে সে কথা জানান। সেই সঙ্গে আগামী ২০ জুলাই নয়া প্রেসিডেন্ট নির্বাচনের কথাও ঘোষণা করেন। কিন্তু বৃহস্পতিবার বেলা পর্যন্ত ইস্তফার কোনও খবর মেলেনি।
#WATCH | Sri Lankan military personnel guard the Prime Minister's chair in his office in Colombo, in view of the #SriLankaProtests pic.twitter.com/kd9L7Fevm8
— ANI (@ANI) July 14, 2022
গোতাবায়া ইস্তফা না দিলে শ্রীলঙ্কায় সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। যদিও গোতাবায়ার দল শ্রীলঙ্কা পড়ুজনা পেরমুনা (এসএলপিপি)-র একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার পদত্যাগের কথা ঘোষণা করতে পারেন তিনি। গোতাবায়া দেশ ছাড়ার পরে বুধবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও ইতিমধ্যেই বিক্ষোভকারীদের নিশানা হয়েছেন তিনি। তাঁর সরকারি দফতর তথা বাসভবনেও বুধবার বিকেলে হামলা হয়েছে। বৃহস্পতিবার শ্রীলঙ্কা সেনা কার্যত দখলে নিয়েছে রনিলের দফতর।