ব্রাজিলে ভেঙে পড়ল বিমান। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
১০ জন যাত্রী নিয়ে ব্যস্ত শহরের মাঝে ভেঙে পড়ল বিমান। রবিবার দক্ষিণ ব্রাজিলের পর্যটন শহর গ্রামাদোতে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বিমানের সমস্ত যাত্রীর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবাহী বিমানটি একটি ভবনের চিমনিতে ধাক্কা মারে। এর পর একটি বাড়ির দোতলায় গিয়ে দ্বিতীয় বার ধাক্কা খায় বিমান। শেষমেশ বিমানটি একটি দোকানের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তে আগুন ধরে যায় বিমানটিতে। তত ক্ষণে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়েরা দ্রুত উদ্ধারকাজে হাত লাগাতে ছুটে আসেন। তবে কাউকেই বাঁচানো যায়নি। ছোট ওই বিমানটিতে ১০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জেরে ওই দোকান-সংলগ্ন একটি রেস্তোরাঁও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন গ্রামাদোর গভর্নর এডুয়ার্ডো লেইট। তিনি বলেন, ‘‘ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, যাত্রীদের বেশিরভাগেরই বিমান ভেঙে পড়ার পর আগুনের বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।’’ তাঁর সঙ্গে সঙ্গে পুরসভার কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন। বিমানে থাকা যাত্রীরা ছাড়াও ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না, তার খোঁজ চলছে।
উল্লেখ্য, গ্রামাদো হল ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পার্বত্যভূমিতে অবস্থিত গ্রামাদোয় প্রতি বছর বড়দিন উপলক্ষে বহু মানুষ ভিড় জমান। চলতি বছরের প্রথমার্ধেই বন্যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল গ্রামাদোর জনজীবন। মৃত্যু হয়েছিল অনেকের। এ বার বড়দিনের আগে ফের সেই শহরেই দুর্ঘটনা কেড়ে নিল ১০টি প্রাণ।