Mike Johnson

দু’দফা ভোটের পর ট্রাম্পের প্রার্থী জনসন হাউস অফ রিপ্রেজ়েনটেটিভসের স্পিকার পদে জয়ী

তাৎপর্যপূর্ণ ভাবে হাউস অফ রিপ্রেজ়েনটেটিভসে রিপাবলিকান পার্টির তিন জন সদস্য মাইক জনসনকে ভোট দেননি। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হাকিম জেফরিসকে সমর্থন করেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ০৯:২৭
বাঁ দিকে ডোনাল্ড ট্রাম্প এবং ডান দিকে মাইক জনসন।

বাঁ দিকে ডোনাল্ড ট্রাম্প এবং ডান দিকে মাইক জনসন। — ফাইল চিত্র।

দু’বছর আগের মতো ১৫ দফা ভোট হল না। তবে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েনটেটিভসের স্পিকার নির্বাচনপর্ব ‘মসৃণ’ হল না এ বারেও। ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থী মাইক জনসন দু’দফার ভোটের পর পুনর্নির্বাচিত হলেন স্পিকার পদে।

Advertisement

৪৩৫ আসনের হাউস অফ রিপ্রেজ়েনটেটিভসে স্পিকার হিসাবে পুনর্নির্বাচিত হওয়ার জন্য জনসনের ২১৮ জন সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। তবে প্রথম দফার ভোটাভুটিতে (ফার্স্ট ব্যালট-রাউন্ড) তিনি ২১৬ জনের সমর্থন পান। ২১৫ জন হাউস মেম্বার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হাকিম জেফরিসকে ভোট দেন। আর অন্য প্রার্থী পান ৩টি ভোট।

তাৎপর্যপূর্ণ ভাবে হাউস অফ রিপ্রেজ়েনটেটিভসে রিপাবলিকান পার্টির তিন জন সদস্য জনসনকে ভোট দেননি। লুইজ়িয়ানা থেকে হাউস অফ রিপ্রেজ়েনটেটিভসে নির্বাচিত জনসন স্পিকার ভোটের দ্বিতীয় দফার অবশ্য ২১৮টি ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী হাকিম ২১৫টি। একটি যায় অন্য প্রার্থীর ঝুলিতে। জয়ের পরে তিনি বলেন, ‘‘গত চার বছর জো বাইডেনের দুর্বল নেতৃত্বে আমেরিকার বিপদ বেড়েছে। পরবর্তী কংগ্রেস ‘আমেরিকা ফার্স্ট’ নীতি (যার প্রবক্তা ট্রাম্প) বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে।’’

প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারি মাসে ৫ দিন ধরে ১৫ দফা ভোটের পরে রিপাবলিকান পার্টির ট্রাম্প বিরোধী শিবিরের নেতা কেভিন ম্যাকার্থি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। ২০২২ সালের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের হাত থেকে হাউসের দখল ছিনিয়ে নিয়েছিল রিপাবলিকানরা। কিন্তু ম্যাকার্থির ‘পথের কাঁটা’ হয়ে ওঠেন তাঁরই দলের নেতা ট্রাম্প। মূলত ট্রাম্প অনুগামীদের বাধাতেই স্পিকার নির্বাচিত হতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন তিনি। সে বার ট্রাম্প অনুগামীদের একাংশ ভোট দিয়েছিল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হাকিমকে। ওই বছরের অক্টোবরে ম্যাকার্থি সরে দাঁড়ালে স্পিকার হন ট্রাম্প অনুগামী জনসন।

Advertisement
আরও পড়ুন