বিয়ের সাজে ঐন্দ্রিলা ও অঙ্কুশ। ছবি: সংগৃহীত।
দীর্ঘ দিন ধরে সম্পর্কে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। তাই অনুরাগীদের বহু দিনের প্রশ্ন, কবে বিয়ে করছেন তারকা জুটি? অবশেষে অনুরাগীদের সেই ইচ্ছেপূরণ হল। নবদম্পতির বেশে দেখা গেল অঙ্কুশ-ঐন্দ্রিলাকে।
ঐন্দ্রিলার পরনে কমলা ও গোলাপি সুতোর মিশেলে বোনা বেনারসি। সঙ্গে লাল রঙের ব্লাউজ় ও মানানসই গয়না। প্রসাধনীতেও সাবেক ছোঁয়া। মাথার ওড়নায় জরির বুনোটে লেখা ‘অঙ্কুশ-ঐন্দ্রিলা’। এ দিকে অঙ্কুশ পরেছেন সুতোর কাজ করা হালকা গোলাপি রঙের পাঞ্জাবি। সমাজমাধ্যমের ভিডিয়োয় দেখা যাচ্ছে, পানপাতায় ঢাকা মুখ ঐন্দ্রিলার। তার পরেই চোখ রেখে বাকি জীবনটাও একসঙ্গে কাটানোর অঙ্গীকার করছেন তারকা-জুটি। তবে এই সাজ তাঁদের বিয়ের মহড়া বলা যেতে পারে। কারণ, এক পোশাকশিল্পীর জন্য একটি বিজ্ঞাপনী শুটেই নববদম্পতি রূপে ধরা দিয়েছেন তাঁরা।
শুধু বিয়ের সাজ নয়। প্রীতিভোজের আসরে কেমন সাজবেন দম্পতি? তার ঝলকও যেন দেখা গিয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলার সাজে। দু’জনেই সেজেছেন কালো রঙে। অঙ্কুশ পরেছেন কালো রঙের শেরোয়ানি। তার উপরে রয়েছে জারদৌসি সুতোর কাজ। অন্য দিকে ঐন্দ্রিলার পরনে কালো-রুপোলি বেনারসি ও হাতঢাকা কালো ব্লাউজ়। সঙ্গে অভিনেত্রী পরেছেন রুপোর গয়না।
এই সাজ পোশাকশিল্পীর জন্য হলেও, খুব শীঘ্রই অঙ্কুশ-ঐন্দ্রিলা বিয়ের পিঁড়িতে বসতে পারেন বলে জল্পনা টলিপাড়ায়। কয়েক দিন আগেও একটি ভিডিয়োয় বিয়ের জল্পনা ঘনীভূত হয়েছিল।
উল্লেখ্য, ১৪ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। গত পাঁচ বছর ধরে তাঁরা একত্রবাস করেন। তাই বিয়ের প্রশ্ন করলেও সাধারণত তারকা জুটি বলে এসেছেন, “আমরা তো একসঙ্গেই আছি।” একসঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন তারকা জুটি। এর মধ্যে রয়েছে ‘ম্যাজিক’, ‘মির্জ়া’র মতো ছবিও।