PM Narendra Modi

সাত ক্যারাটের সবুজ হিরে, বাইডেনের স্ত্রী সবচেয়ে মূল্যবান উপহার পেয়েছেন মোদীর থেকে! কত দামি?

আমেরিকার বিদেশ দফতরের রিপোর্ট জানাচ্ছে, জিল বাইডেন মূল্যবান উপহার দেওয়ার তালিকায় রয়েছেন, ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ্ আল–সিসি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ২০:৪৫
Jill Biden gets green diamond from PM Narendra Modi, priciest gift from any foreign leader in 2023

(বাঁ দিকে) উপহারের বাক্স হাতে নরেন্দ্র মোদী, স্ত্রী জিল বাইডেনকে সঙ্গে নিয়ে জো বাইডেন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের কাছ থেকে নানা মহার্ঘ উপহার পেয়েছেন তিনি। তবে ২০২৩ সালে আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনকে সবচেয়ে দামি উপহারটি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

Advertisement

আমেরিকার বিদেশ দফতরের বার্ষিক রিপোর্ট জানাচ্ছে, ২০২৩ সালের জুন মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন মোদী। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিলের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তাঁকে ৭.৫ ক্যারটের একটি সবুজ হিরে উপহার দিয়েছিলেন মোদী। বিশেষ পরিবেশ-বান্ধব পদ্ধতিতে তৈরি ওই কৃত্রিম হিরে দাম ছিল ২০ হাজার ডলার (প্রায় ১৭ লক্ষ ১৬ হাজার টাকা)। কৃত্রিম ভাবে তৈরি ওই হিরেতে প্রাকৃতিক হিরের সমস্ত গুণই রয়েছে।

সে বছর বাইডেনের স্ত্রীর পাওয়া অন্য দামি উপহারগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভার দেওয়া একটি ব্রোচ। সেটির দাম ১৪ হাজার ৬৩ ডলার (প্রায় ১২ লক্ষ ৭ হাজার টাকা)। এ ছাড়া মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল–সিসি ও তাঁর স্ত্রী এন্তিসার আমির সে বছর জিল বাইডেনকে ৪ হাজার ৫১০ ডলার (প্রায় ৩ লক্ষ ৮৭ হাজার টাকা) মূল্যের একটি ব্রেসলেট, ব্রোচ ও ছবির অ্যালবাম দিয়েছিলেন।

মোদী সে বার আমেরিকা সফরে গিয়ে বাইডেনকে দিয়েছিলেন আইরিশ কবি উইলিয়ম বাটলর ইয়টসের অনুবাদ করা উপনিষদ। মাইসুরুর বিখ্যাত চন্দনকাঠের তৈরি একটি বাক্সের মধ্যে রাখা বইটি ১৯৩৭ সালে ইয়টসের অনুবাদ করা ‘টেন প্রিন্সিপলস্‌ অফ উপনিষদ’-এর প্রথম সংস্করণ ছিল। ২২ জুন হোয়াইট হাউসে দুই রাষ্ট্রনেতার সাক্ষাতের সময় মোদীর দেওয়া উপহারের তালিকার মধ্যে ছিল, কলকাতার স্বর্ণকারদের তৈরি রূপার গণেশ এবং প্রদীপ। এ ছাড়া জয়পুরের শিল্পীদের তৈরি কারুকাজ করা ওই চন্দনকাঠের বাক্সে ছিল যজুর্বেদের বৈখনস গৃহসূত্রম।

Advertisement
আরও পড়ুন