Imran Khan

বৃহস্পতিবার দুর্নীতির মামলায় আবার ডাকা হল ইমরানকে! জামিনের মধ্যেই নয়া অস্বস্তিতে ‘কাপ্তান’

বৃহস্পতিবার ইমরানের গ্রেফতারিকে ‘অবৈধ’ বলে পাক সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানিয়ে দেন, বিচারবিভাগের দ্বারস্থ হতে যাওয়ার সময় কোনও অভিযুক্তকে আদালত চত্বর থেকে গ্রেফতার করা যায় না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
ইসলামাবাদ শেষ আপডেট: ১৭ মে ২০২৩ ১২:০৭
NAB summons Imran Khan in Al-Qadir trust case on Thursday

দুর্নীতির মামলায় আবার ডাক ইমরানকে। ফাইল চিত্র।

একাধিক মামলায় জামিন মিললেও স্বস্তি পেলেন না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আল কাদির ট্রাস্ট মামলায় বৃহস্পতিবার তাঁকে আবার ডেকে পাঠাল সে দেশের তদন্তকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব)। সে দেশের সংবাদমাধ্যম জিও নিউজের একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

গত ৯ মে ইমরান গ্রেফতার হওয়ার পর তাঁর দল পিটিআই-এর বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ তোলে পাক প্রশাসন। সেই মামলায় জামিন চেয়ে ইসলামাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইমরান। ওই মামলা-সহ আরও বেশ কিছু মামলায় তাঁকে ৮ জুন পর্যন্ত জামিন দিয়েছে আদালত। জামিনের মেয়াদ ফুরোনোর আগেই আবারও ইমরানকে পুরনো মামলায় ডেকে পাঠানো হল। ইমরান আগেই অভিযোগ করেছিলেন যে, দেশের সেনা তাঁকে দশ বছরের জন্য জেলে রাখার পরিকল্পনা করছে।

Advertisement

গত ৯ মে দুপুরে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত ইমরান জামিনের আবেদন জানাতে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন। সে সময় আদালত চত্বর থেকেই পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী তাঁকে গ্রেফতার করেছিল। গত বৃহস্পতিবার ইমরানের গ্রেফতারিকে ‘অবৈধ’ বলে পাক সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি উমর আটা বন্দিয়াল জানিয়ে দেন, বিচারবিভাগের দ্বারস্থ হতে যাওয়ার সময় কোনও অভিযুক্তকেই আদালত চত্বর থেকে গ্রেফতার করা যায় না। এর পরেই তাঁকে মুক্তি দেওয়া হয়। শুক্রবার ইসলামাবাদ হাই কোর্টে হাজির হয়ে ইমরান জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে।

আরও পড়ুন
Advertisement