বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শাসকদলের কর্মীদের সঙ্গে সংঘর্ষ আন্দোলনকারীদের। জ্বলছে বাস। ছবি: এএফপি।
পুলিশ সদর দফতর জানিয়েছে, বাংলাদেশে প্রাণ হারিয়েছেন ১৪ জন পুলিশ কর্মী। তাঁদের মধ্যে ১৩ জনই সিরাজগঞ্জের এনায়েতপুর থানার। কুমিল্লার ইলিয়টগঞ্জে নিহত এক।
‘প্রথম আলো’ দাবি করল, বাংলাদেশে রবিবার সন্ধ্যা পর্যন্ত মৃত্যু হয়েছে ৫২ জনের। নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ৬ জন, কিশোরগঞ্জে ৪ জন, ঢাকায় ৪ জন, বগুড়ায় ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ২ জন, কুমিল্লায় ২ জন, জয়পুরহাটে ১ জন ও বরিশালে ১ জনের মৃত্যু হয়েছে।
আন্দোলনে নিহত চার জনের দেহ নিয়ে শহিদ মিনারে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। অভিযোগ, ঢাকা মেডিক্যাল কলেজে ওই দেহগুলি নিয়ে যাওয়ার সময় ছিনিয়ে নেন বিক্ষোভকারীরা। তার পর স্লোগান দিতে থাকেন। দেহ নিয়ে মিছিল করে আন্দোলনকারীরা চলেছে শাহবাগের দিকে।
বাংলাদেশে মৃতের সংখ্যা ৫০ ছাড়াল বলে দাবি করেছে ‘প্রথম আলো’। নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ৬ জন, কিশোরগঞ্জে ৪ জন, ঢাকায় ৪ জন, বগুড়ায় ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৩ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ২ জন, কুমিল্লায় ২ জন, জয়পুরহাটে ১ জন ও বরিশালে ১ জনের মৃত্যু হয়েছে।
রবিবার বাংলাদেশে মৃত্যু হয়েছে ৪৮ জনের। ‘প্রথম আলো’ দাবি করেছে, নরসিংদীতে ৫ জন, ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, কিশোরগঞ্জে ৪ জন, ঢাকায় বগুড়ায় ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৩ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ২ জন, কুমিল্লায় ২ জন, জয়পুরহাটে ১ জন ও বরিশালে ১ জন-সহ ৪৯ জনের মৃত্যু হয়েছে।
সোমবার থেকে তিন দিন ছুটি বাংলাদেশে। রবিবার ঘোষণা করল শেখ হাসিনার সরকার।
রবিবার বাংলাদেশের ১৩টি জেলায় মৃত্যু হয়েছে ৩২ জনের। ‘প্রথম আলো’ দাবি করেছে, ফেণীতে পাঁচ জন, সিরাজগঞ্জে চার জন, বরিশালে এক জন, মুন্সিগঞ্জে তিন জন, বগুড়ায় তিন জন, মাগুরায় তিন জন, পাবনায় দু’জন, রংপুরে তিন জন, ভোলায় তিন জন, কুমিল্লায় এক জন, জয়পুরহাটে এক জন, ঢাকায় এক জন, সিলেটে দু’জনের মৃত্যু হয়েছে।
বিক্ষোভে পুড়ছে বাংলাদেশ। ছবি: রয়টার্স।
ঢাকা মেডিক্যাল কলেজে রবিবার সকাল থেকে ৫৬ জনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছে। তাঁদের মধ্যে ১৬ জন হাসপাতালে ভর্তি। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
আন্দোলনের আঁচে পুড়ছে বাংলাদেশ। ‘প্রথম আলো’ দাবি করেছে, বিকেল ৪টে পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ জনের। ফেণীতে পাঁচ জন, সিরাজগঞ্জে চার জন, বরিশালে এক জন, মুন্সিগঞ্জে তিন জন, বগুড়ায় তিন জন, মাগুরায় তিন জন, পাবনায় দু’জন, রংপুরে তিন জন, ভোলায় তিন জন, কুমিল্লায় এক জনের মৃত্যু হয়েছে।
আন্দোলন নিয়ে এ বার মুখ খুলল শেখ হাসিনার সরকার। দেশের তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মহম্মদ আলি আরাফত জানিয়েছেন, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করতে চান তাঁরা। ‘প্রথম আলো’ দাবি করেছে, ‘হিংসা দমনে’ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী হাসিনা।
রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্ফু জারি করা হল বাংলাদেশে। রাজধানী ঢাকা-সহ সব জেলা সদর, বিভাগীয় সদর, মহকুমা, পুরসভা এলাকা, উপজেলায় জারি কার্ফু। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জারি থাকবে।
বাংলাদেশের হাই কোর্টের পর্যবেক্ষণ, হিংসা নিয়ন্ত্রণে পুলিশ রবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়তে পারে। প্রয়োজনে গুলি চালাতে পারে। তবে হিংসার ঘটনা না ঘটলে গুলি চালানো যাবে না। দেশে আন্দোলনকারীদের উপর গুলি যাতে চালানো না হয়, তাই হাই কোর্টে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। ‘আটক’ ছয় আন্দোলনকারীকে মুক্তির আবেদনও জানিয়েছিলেন তাঁরা। সেই মামলায় রবিবার নিজেদের পর্যবেক্ষণ জানাল হাই কোর্ট।
বাংলাদেশে জোরালো হচ্ছে আন্দোলন। মৃতের সংখ্যা বেড়ে হল ১৮। ‘প্রথম আলো’ দাবি করেছে, এখন পর্যন্ত মুন্সিগঞ্জে তিন জন, বগুড়ায় তিন জন, মাগুরায় তিন জন, পাবনায় দু’জন, রংপুরে তিন জন, ভোলায় তিন জন, কুমিল্লায় এক জন-সহ ১৮ জনের মৃত্যু হয়েছে।
উত্তাল বাংলাদেশ। ছবি: পিটিআই।
বাংলাদেশে আন্দোলনে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ১১। ‘প্রথম আলো’ দাবি করেছে, মুন্সিগঞ্জে দু’জন, বগুড়ায় তিন জন, মাগুরায় দু’জন, পাবনায় দু’জন, রংপুরে দু’জনের মৃত্যু হয়েছে।
এ বার সিলেটেও বিক্ষোভ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা সংঘর্ষে জড়িয়েছে বলে অভিযোগ। বেশ কয়েক জন আহত হয়েছেন বলে দাবি।
আন্দোলন এ বার চাঁদপুরেও। ‘প্রথম আলো’ দাবি করেছে, আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে শাসকদলের কর্মীদের। আহত হয়েছেন ২০ জন। তাঁদের চাঁদপুরের সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ কথা জানিয়েছেন হাসপাতালের প্রধান মাহবুবুর রহমান।
রংপুরে আওয়ামী লীগ এবং আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত হয়েছেন আরও দুই জন। রবিবার সংঘর্ষে মৃত্যু হয়েছে পাঁচ জনের। মুন্সিগঞ্জে নিহত দুই, রংপুরে নিহত দুই, মাগুরায় নিহত এক জন। শনিবার গাজীপুরে এক জন নিহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট জাতীয় সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। জামালপুরের সরিষাবাড়িতেও অবরোধ করা হয়েছে সড়ক।
বাংলাদেশে নিহত ছাত্রনেতা। মাগুরায় পুলিশ, শাসকদলের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান (রাব্বি)। মাগুড়ার এক হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয় তাঁকে। সেখানে চিকিৎসার সময় তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালের প্রধান মহসিন উদ্দিন জানিয়েছেন, ওই যুবকের শরীরে গুলির চিহ্ন রয়েছে। আরও ১০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
রংপুরে শাসকদল আওয়ামী লীগের সাংসদের বাড়িতে আগুন ধরানোর অভিযোগ। ‘প্রথম আলো’ দাবি করেছে, রবিবার সকালে সাংসদ আবুল কালাম আহসানুল হক চৌধুরীর বাড়িতে আগুন ধরিয়েছেন আন্দোলনকারীরা।