Imran Khan

‘অ্যাম্বুল্যান্সে চড়ে হলেও হাজির হতে হবে বুধবার রাতে’! ইমরানকে জানাল লাহোর হাই কোর্ট

গ্রেফতারি এড়াতে পাক সন্ত্রাস দমন আদালতে আবেদন জানিয়েছিলেন ইমরান। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায় লাহোর হাই কোর্টে আইনজীবী মারফত আবেদন জানিয়েছিলেন তিনি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪১
Lahore court rules to bring former Pakistan PM and PTI chief Imran Khan in ambulance if needed

হাই কোর্টের নির্দেশে বিপাকে ইমরান খান। ফাইল চিত্র।

লাহোর হাই কোর্টে বুধবার রাতের মধ্যেই হাজিরা দিতে হবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। বিচারপতি তারিক সেলিম শেখের নির্দেশ, প্রয়োজনে অ্যাম্বুল্যান্সে চড়ে হলেও অসুস্থ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধানকে ব্যক্তিগত ভাবে হাজির হতে হবে এজলাসে।

পিটিআইয়ের সমর্থকদের নিয়ে পাক নির্বাচন কমিশনের দফতরের সামনে হিংসাত্মক বিক্ষোভ কর্মসূচির অভিযোগ রয়েছে ইমরানের বিরুদ্ধে। ইমরান-সহ কয়েক জন পিটিআই নেতার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রুজু করেছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার।

Advertisement

গ্রেফতারি এড়াতে পাক সন্ত্রাস দমন আদালতে আবেদন জানিয়েছিলেন ইমরান। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায় লাহোর হাই কোর্টে আইনজীবী মারফত আবেদন জানাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিচারপতি সেলিম জানিয়েছেন, আবেদন জানাতে হলে ইমরানকে সশীরের হাজির হতেই হবে। আহত বা অসুস্থ হলে প্রয়োজনে অ্যাম্বুল্যান্সে আসতে পারেন তিনি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদে থাকাকালীন বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে পাওয়া উপহার বেআইনি ভাবে বিক্রি করার অভিযোগে গত অক্টোবরে পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ থেকে ইমরানকে বরখাস্ত করেছিল সে দেশের নির্বাচন কমিশন। পাশাপাশি জানানো হয়েছিল, ইমরান পরবর্তী ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কমিশনের ওই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছিল পিটিআই।

Advertisement
আরও পড়ুন